শিরোনাম
◈ বিশ্বকাপে সর্বনিম্ম ৬০ ডলারের টিকেট ছাড়লো ফিফা  ◈ রাতারাতি বদ‌লে গে‌লো ভারত-বাংলাদেশ সম্পর্কের দৃশ্যপট ◈ বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান না হওয়ার সম্ভাবনা  ◈ দুটি ইস্যুতে উত্তপ্ত ঢাকা-দিল্লির কূটনৈতিক সম্পর্ক, বাড়ছে টানাপোড়েন ◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ আনিস আলমগীরের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি সিপিজের ◈ হিমালয়ের গভীরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী জলবিদ্যুৎ ব্যবস্থা তৈরি করছে চীন

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৩, ০২:৪৩ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২৩, ০২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোনালদোর থেকে ২৭ গোল পিছিয়ে মেসি

রোনালদোর থেকে ২৭ গোল পিছিয়ে মেসি

স্পোর্টস ডেস্ক: বর্তমান সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজেদের জায়গা থেকে তারকা এই দুই ফুটবলার অন্যতম সেরাই বলা চলে। ক্যারিয়ারের শেষপ্রান্তে থাকা মেসি ও রোনালদো বর্তমানে রাজত্ব করছেন ইউরোপের বাইরে।

মেসি রয়েছেন আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে। সেখানে দুর্দান্ত ছন্দে রয়েছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। মায়ামিতে মেসি এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে গোল করেছেন ৮টি, সঙ্গে রয়েছে ১টি অ্যাসিস্টও। আমেরিকার ক্লাবটির জার্সিতে সর্বশেষ ম্যাচসহ এখন অবধি মেসির ক্যারিয়ারের মোট গোলসংখ্যা ৮১৫। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

বর্তমান সময়ে মেসির সঙ্গে কেবল রোনালদোর তুলনা চলে। গোলের প্রতিযোগিতায় বর্তমান খেলোয়াড়দের কেউ এই দুজনের ধারে-কাছেও নেই। বর্তমান ফুটবলারদের মধ্যে পেশাদার ফুটবলে মেসি ও রোনালদোর নিকটতম প্রতিদ্বন্দ্বী রবার্ট লেভানডফস্কি। যদিও গোল ব্যবধানে তারকা দুই ফুটবলার থেকে অনেকগুণ পিছিয়ে আছেন তিনি। ৬০০ গোল করা লেভা মেসির সঙ্গে ২১৫ গোল ও রোনালদোর সঙ্গে ২৪২ ব্যবধানে পিছিয়ে।

পরিসংখ্যান বলছে, ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডটা আপাতত পর্তুগালের তারকা ফুটবলার রোনালদোর দখলে। প্রীতি ম্যাচ বাদে পেশাদার ফুটবলে গতকাল রাতের ম্যাচটির আগ পর্যন্ত ১১৭৩ ম্যাচে ৮৪২ গোল করেছেন তিনি। প্রতি ১১৩ মিনিটে একটি করে গোল করেছেন তিনি। সূত্র: গোলডটকম

অন্যদিকে, পিছিয়ে নেই মেসিও। ১০৩৩ ম্যাচে মেসি ৮১৫ গোল করার পথে প্রতি ১০৪ মিনিটে একটি করে গোল করেছেন। গোলের এই দৌড়ে রোনালদোর চেয়ে মেসি এখনও ২৭ গোলে পিছিয়ে। অর্থাৎ, আর ২৭ গোল করলেই রোনালদোকে পেছনে ফেলবেন তিনি। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: শামছুল হক বসুনিয়া

এসএইচবি/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়