শিরোনাম
◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি ◈ মঈন আলীর ব‌্যা‌টে ব‌লে স্ব‌স্তির জয় পে‌লো সি‌লেট টাইটান্স ◈ নারী ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে টিভিসি প্রকাশ করেছে সরকার  ◈  শিল্পকলা একাডেমী সংশোধন অধ্যাদেশে একাডেমির বিভাগ সংখ্যা বাড়িয়ে নয়টি করা হয়েছে: চার অধ্যাদেশ অনুমোদন

প্রকাশিত : ০৯ জুন, ২০২৩, ০৪:৪৫ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৩, ০৪:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরেন্দ্র মোদীকে অশালীন মন্তব্য করায় বিপাকে কুস্তিগীররা

স্পোর্টস ডেস্ক: ভারতের কুস্তিগীররা ২৩শে এপ্রিল থেকে ২৮ মে পর্যন্ত দিল্লির যন্তর মন্তরে ব্রিজভূষণ শরণ সিংয়ের গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে বসেন। তবে সরকারের সঙ্গে আলোচনার পর কুস্তিগীররা তাদের প্রতিবাদ আন্দোলন স্থগিত করেছে। এদিকে, কুস্তিগীরদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যের মামলা দায়ের করার দাবিতে পদক্ষেপ শুরু হয়েছে। শুক্রবার (৯ জুন) দিল্লি পুলিশ এই বিষয়ে পাটিয়ালা হাউস কোর্টে অ্যাকশন টেকন রিপোর্ট (এটিআর) পেশ করেছে। রিপোর্টে বলা হয়েছে, যন্তর মন্তরে বিক্ষোভের সময় কুস্তিগীরদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যের কোনো ঘটনা ঘটেনি। সূত্র: ইন্ডিয়ানএক্সপ্রেস

আন্দোলনের সময় কুস্তিগীরদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যের মামলা দায়ের করার আবেদন করা হয়। এই আবেদনে বলা হয়েছে যে কুস্তিগীররা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ব্রিজভূষণ শরণের বিরুদ্ধে অশালীন বক্তব্য প্রকাশ করেন। ঘৃণামূলক বক্তব্যের আওতায় কুস্তিগীরদের বিরুদ্ধে মামলা দায়ের করার দাবি ওঠে এই বিষয়ে পাটিয়ালা হাউস কোর্ট দিল্লি পুলিশকে ৯ জুনের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলে। শুক্রবার, দিল্লি পুলিশ নির্ধারিত সময়ের সীমার মধ্যে আদালতে স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছে। এ মামলায় আগামী ৭ জুলাই শুনানির দিন ধার্য করেছে আদালত । সূত্র: হিন্দুস্তানটাইম্স

পাতিয়ালা হাউস কোর্টে দাখিল করা রিপোর্টে, পুলিশ বলেছে কুস্তিগীরদের আন্দোলনের সময় ভাইরাল হওয়া যে ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সেখানে দেখা যাচ্ছে স্লোগানটি কিছু শিখ বিক্ষোভকারী দিয়েছিলেন। বজরং পুনিয়া বা ভিনেশ ফোগাট বা অন্য কোনও কুস্তিগীরকে এই ভিডিও ক্লিপে এমন কোনো স্লোগান দিতে দেখা যায়নি। তাই তাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যের কোন মামলা করা যাবে না। আদালতে দায়ের করা অভিযোগ খারিজ করতে হবে। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়