শিরোনাম
◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান

প্রকাশিত : ০৫ জুন, ২০২৩, ১১:৪৫ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৩, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হ্যাজেলউডের বদলি মাইকেল নেসার 

স্পোর্টস ডেস্ক: আগামী ৮ জুন মাঠে গড়াচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামার আগে বড় ধাক্কা খেলো অস্ট্রেলিয়া। ইনজুরির কারণে ছিটকে যেতে হয়েছে অজি পেসার জশ হ্যাজেউডকে।

সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) একিলিস ও সাইড স্ট্রেইনের চোটে পড়ে দেশে ফিরতে হয়েছিল এই অজি পেসারকে। হ্যাজেলউড ছিটকে যাওয়ায় বাধ্য হয়েই দলে নিতে হয়েছে আরেক পেসার মাইকেল নেসারকে। -ক্রিকফ্রেঞ্জি

হ্যাজেলউডের চোট নিয়ে ইংল্যান্ডের প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন হ্যাজেলউড মাঠে ফেরার খুব কাছেই রয়েছেন। তবে আসন্ন ব্যস্ত সূচিকে সামনে রেখে এই পেসারকে নিয়ে ঝুঁকি নিতে চায় না ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট।

তিনি বলেন, মাঠে ফেরার খুব, খুব কাছে ছিল সে। কিন্তু সামনে আমাদের ব্যস্ত সূচি রয়েছে। এটাই আমাদের একমাত্র টেস্ট ম্যাচ নয়। এটি জোশকে এজবাস্টনে নেতৃত্ব (পেস বোলিং আক্রমণের) দেওয়ার জন্য একটি আদর্শ প্রস্তুতি সুযোগ দেবে।

এদিকে ১২ মাসের বিরতি দিয়ে টেস্ট খেলতে নামছেন নেসার। ২০২১-২২ অ্যাশেজে তার টেস্ট অভিষেক হয়েছিল। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার স্কোয়াডে জায়গা পেতে তার লড়াই করতে হবে আরেক পেসার স্কট বোল্যান্ডের সঙ্গে।

মাত্র দুটি টেস্ট খেললেও প্রথম শ্রেনির ক্রিকেটে বেশ অভিজ্ঞ নেসার। সম্প্রতি ইংলিশ কাউন্টিতে গ্লামর্গানের হয়ে পাঁচ ম্যাচে ১৯ উইকেট নেন তিনি। এ ছাড়া সাসেক্সের বিপক্ষে একটি সেঞ্চুরিও ছিল তার। অন্যদিকে বোল্যান্ড ৭ টেস্টে ২৮ উইকেট নিয়েছেন। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়