শিরোনাম
◈ সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে: প্রেস উইং ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও)

প্রকাশিত : ০৪ জুন, ২০২৩, ০৭:৪১ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৩, ০৭:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গেলেন হ্যাজলউড

মাইকেল নেসার

স্পোর্টস ডেস্ক: আগামী ৭ জুন  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে মোকাবিলা করবে আস্ট্রেলিয়া। এর আগেই দল থেকে ছিটকে গেছেন অজি পেসার জশ হ্যাজলউড। ১৫ সদস্যের দলে তাই পরিবর্তন আনতে হয়েছে অজি ক্রিকেট বোর্ডকে। হ্যাজলউডের জায়গায় ডাক পেয়েছেন আরেক পেসার মাইকেল নেসার। সূত্র: প্রথমআলো

বেশ কিছুদিন ধরে চোটের সঙ্গে লড়াই করছেন হ্যাজলউড। আইপিএল থেকে চোট নিয়ে আগেভাগেই ফিরে যান তিনি। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে রাখা হয়েছিল তাঁকে। কদিন আগে ফাইনালে খেলার ব্যাপারে নিজের আশার কথাও শুনিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ছিটকেই গেলেন। জানা গেছে, গতকাল তিনটি অনুশীলন সেশনের পর  বোরবার তার বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে না পারলেও ১৬ জুন থেকে শুরু অ্যাশেজে তাঁকে পাওয়ার ব্যাপারে আশাবাদী অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি। তিনি বলেন, জশ সবুজ সংকেত পাওয়ার খুব কাছাকাছি ছিল। তবে আমাদের সামনে যা সূচি (ফাইনালের পর পাঁচ টেস্টের অ্যাশেজ সিরিজ), তাতে এটিকে একমাত্র টেস্ট হিসেবে বিবেচনা করলে চলবে না। এজবাস্টনের আগে এখন তাই জশ আদর্শ প্রস্তুতির সুযোগ পাবে। সাত সপ্তাহের একটু বেশি সময়ের মধ্যে ছয়টি টেস্ট আছে বলে ফাস্ট বোলিংয়ের সব অস্ত্রই লাগবে আমাদের। সূত্র: ক্রিকইনফো

আইপিএল ছাড়ার সময় হ্যাজলউডকে নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে, এমনই মনে করা হচ্ছিল। দুই বছর ধরে অ্যাকিলিস ও মাংসপেশির টান ভোগাচ্ছে তাঁকে। অস্ট্রেলিয়ার সর্বশেষ ১৯টি টেস্টের মধ্যে মাত্র ৪টিতে খেলেছেন এ পেসার।

হ্যাজলউডের চোটে নেসার ডাক পেলেও মূল একাদশে থাকার সম্ভাবনা বাড়ল স্কট বোল্যান্ডের। ইংল্যান্ডে অবশ্য বেশ ভালো একটা সময়ই কাটিয়েছেন গ্ল্যামরগানের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলা নেসার। ৩৩ বছর বয়সী পেসার ৫ ম্যাচে নিয়েছেন ১৯ উইকেট। স্টিভ স্মিথের দল সাসেক্সের বিপক্ষে এ মৌসুমে একটি সেঞ্চুরিও করেছেন। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে দুটি টেস্ট খেলেছেন নেসার। ১৬.৭১ গড়ে নিয়েছেন ৭টি উইকেট। অন্যদিকে ৩৪ বছর বয়সী বোল্যান্ড খেলেছেন সাতটি ম্যাচ। ১৩.৪২ গড়ে তাঁর উইকেট ২৮টি। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়