শিরোনাম
◈ উই আর ভেরি হ্যাপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ যাত্রাবাড়ীতে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুল ছাত্র আহত ◈ নিষেধাজ্ঞা পাওয়ার ব্যক্তিদের নাম প্রকাশ করবে না যুক্তরাষ্ট্র: ডোনাল্ড লু ◈ ভিসা নিষেধাজ্ঞার তালিকাটা খুব বড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বৈশ্বিক সংকট কাটাতে অবিলম্বে ঐক্যবদ্ধ প্রয়াস দরকার: প্রধানমন্ত্রী ◈ ভিসা নিষেধজ্ঞা কার্যকর সরকারের ওপরে আন্তর্জাতিক মহলের অনাস্থার প্রতিফলন : শামা ওবায়েদ ◈ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে বাধাদানকারীদের ওপর আজ থেকে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ◈ ‘বেশি কিছু চাইনি, সরকারকে পদত্যাগ করে একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছি মাত্র’ ◈ মানবিক কারণে খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠানোর দাবি মির্জা ফখরুলের ◈ রোহিঙ্গাদের জন্য আরো ১১ কোটি ৬০ লাখ  ডলারের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০২ জুন, ২০২৩, ১১:২২ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৩, ০৫:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বল্প পরিসরে হলেও নারী বিপিএলের আয়োজন করবে বিসিবি

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয়তা খুলে দিয়েছিল সম্ভাবনার নতুন দিগন্ত। এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগের জনপ্রিয়তার পরিপ্রেক্ষিতে একের পর এক শুরু হয়েছে বিভিন্ন টি-টোয়েন্টি ক্রিকেট আসর। শুধু পুরুষ ক্রিকেটারদের জন্যই নয়, দিনে দিনে নারীদের ক্রিকেটেও জনপ্রিয়তা পাচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। যার পরিপ্রেক্ষিতে চলতি বছরেই ভারতে গড়িয়েছে নারীদের আইপিএলের প্রথম আসর।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিপিএল শুরু করলেও বিভিন্ন কারণে প্রত্যাশা অনুযায়ী জনপ্রিয়তা পায়নি দেশের সবচেয়ে বড় ঘরোয়া আসরটি। তবে ছেলেদের পাশাপাশি এবার নারী ক্রিকেটারদের নিয়েও বিপিএল আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। সময় অনলাইন

বৃহস্পতিবার বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, এখন এই প্রশ্নটা বিভিন্নভাবেই হচ্ছে। অনেকেরই আগ্রহ দেখা যাচ্ছে। এই আগ্রহ যদি অব্যাহত থাকে হয়তো দু-এক বছরের মধ্যে বাংলাদেশে নারী বিপিএল শুরু হবে।

এদিকে টেস্ট স্ট্যাটাস পাওয়ার অনেক দিন কেটে গেলেও বাংলাদেশ নারী দল এখনও কোনো টেস্ট ম্যাচ খেলেনি। সে কারণে ঘরোয়া ক্রিকেটে সাদা বলের ক্রিকেট শুরুর পাশাপাশি বয়সভিত্তিক দলের কার্যক্রমও বাড়িয়েছে বিসিবি। নাদেল বলেন, বিগত কিছু দিনে আমরা প্রচুর টুর্নামেন্ট শুরু করেছি। বয়সভিত্তিক ক্রিকেট, বিভাগীয় পর্যায়ে টুর্নামেন্ট। আমরা স্কুল ক্রিকেট শুরু করতে যাচ্ছি। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর আমাদের আক্ষেপ ছিল আমরা দীর্ঘ সংস্করণের ক্রিকেটে খেলছি না। এবার সেটা কেটেছে। চারটি দল নিয়ে আমরা দুই দিনের ম্যাচের টুর্নামেন্ট শুরু করেছি।

নারী দলকে পুরুষ দলের মতো গুরুত্ব দেয়া হয় না, এমন অভিযোগ আছে বিসিবির বিরুদ্ধে। কিন্তু বিসিবির নারী উইংয়ের প্রধান নাদেলের দাবি, পুরুষ দলের চেয়ে কার্যক্রমে পিছিয়ে নেই নারী দলও।

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়