শিরোনাম
◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান

প্রকাশিত : ২৮ মে, ২০২৩, ০২:৩৯ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৩, ০২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুব বিশ্বকাপে নাইজেরিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: অনুর্ধ্ব-২০ বিশ^কাপের প্রথম ম্যাচে ইতালির কাছে অপ্রত্যাশিত হার দিয়ে বিশ^কাপ শুরু করেছিলো ব্রাজিল। তবে পরের ম্যাচে ডোমিনিকান প্রজাতন্ত্রকে ৬-০ গোলে হারিয়ে আসরে ঘুরে দাঁড়ায় সেলেসাওরা। শনিবার বার দিবাগত রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। যার ফলে গ্রুপ ‘ডি’ থেকে চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে উঠেছে নেইমারদের উত্তরসূরীরা। সূত্র: স্কাই স্পোর্টস

এই গ্রুপ থেকে রানার্সআপ হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে ইতালি। সমান ৬ পয়েন্ট করে নিয়ে নাইজেরিয়া হয়েছে তৃতীয় এবং তারাও দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। গ্রুপের শেষ ম্যাচে ডোমিনিকান রিপাবলিককে ৩-০ গোলে হারিয়েছে ইতালি। সূত্র: গোলডটকম

লা প্লাতায় দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে মুখোমুখি হয় ব্রাজিল এবং নাইজেরিয়া। ম্যাচের প্রথমার্ধেই জয়ের কাজ সেরে নেয় ব্রাজিলিয়ান যুবারা। ম্যাচের ৪৩তম মিনিটে প্রথম গোল করেন জিন পেদ্রোসো। এ নিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় গোল করলেন তিনি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দ্বিতীয় গোল করেন মার্কুইনহোস।

দ্বিতীয়ার্ধে আক্রমণ প্রতি-আক্রমণে খেলা জমে উঠলেও গোল শোধ করতে পারেনি নাইজেরিয়া। ফলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা। ৩১ মে দ্বিতীয় রাউন্ডে মাঠে নামবে ব্রাজিল । তবে, তাদের প্রতিপক্ষ কে এখনো নির্ধারিত হয়নি। একইদিন দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলবে আর্জেন্টিনাও। তাদের প্রতিপক্ষও এখনও নির্ধারিত হয়নি। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়