শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৮:৪২ রাত
আপডেট : ২৬ মে, ২০২৩, ০৮:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ রাসেলকে হারিয়ে টানা চতুর্থ শিরোপা জিতলো বসুন্ধরা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শেখ রাসেলের মুখোমুখি হয়েছিলো শক্তিশালী বসুন্ধরা কিংস। শুক্রবার ঘরের মাঠে শেখ রাসেলকে ৬-৪ গোলে হারিয়েছে কিংসরা। এই জয়ে টানা চতুর্থ শিরোপা ঘরে তুলেছে অস্কার ব্রুজনের শিষ্যরা। ১৭ ম্যাচে ৪৬ পয়েন্ট পাওয়া বসুন্ধরার কিংসের তিন ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়েছে ক্লাবটির।

২০০৭ সাল থেকে পেশাদার ফুটবল লিগ প্রবর্তন হয়েছে বাংলাদেশে। পেশাদার লিগের প্রথম তিন আসরে ঢাকা আবাহনী চ্যাম্পিয়ন হলেও, তারাও টানা চারবার লিগ জিততে পারেনি। বসুন্ধরা কিংস ২০১৮ সালে পেশাদার লিগে এসেই টানা চার বার লিগ জয়ের কৃতিত্ব দেখাল।

স্বাধীনতা পরবর্তী সময়ে কিংস টানা লিগ জয়ের রেকর্ড গড়লেও বাংলাদেশের ফুটবল ইতিহাসে অবশ্য এখনও রেকর্ডটি বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ক্লাব ঢাকা ওয়ান্ডারার্সের। ১৯৫০-৫৪ সালে এই ক্লাবটি টানা চ্যাম্পিয়ন ছিল। ৫৫ সালে লিগ সম্পন্ন হয়নি। পরের বছরও চ্যাম্পিয়ন হয়ে টানা ছয় শিরোপা জিতে অনন্য রেকর্ড গড়ে ক্লাবটি।

কিংস অ্যারেনায় ম্যাচটি প্রথম দিকে বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ছিল। তবে ৬ মিনিটে বসুন্ধরা কিংস লিড নেয়। এরপর শেখ রাসেল দুই গোল করে এগিয়ে যায়। প্রথমার্ধের ইনজুরি সময়ে দুই গোল করে ৩-২ লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে বসুন্ধরা কিংস। দ্বিতীয়ার্ধে বসুন্ধরা কিংস আরও তিন গোল করলে শেখ রাসেল আর ম্যাচে ফিরতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে শেখ রাসেলও দুই গোল করে, তবে শেষ রক্ষা হয়নি জামাল ভূইয়াদের। ৬-৪ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়