শিরোনাম
◈ ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ◈ বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন ◈ বিটিআরসির সতর্কবার্তা মোবাইল ফোন ব্যবহারকারীদের! ◈ বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ ◈ ‌নির্বাচ‌নে গণভোটে 'হ্যাঁ' ভোট দি‌তে প্রচারণা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্ন তৈরি করছে? ◈ বাংলাদেশের জন্য যে তিনটি সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত ◈ ভারতের ব‌্যাড‌মিন্টন ভেন্যুতে মল, নোংরা ও অস্বাস্থ্যকর, খে‌লোয়াড়‌দের অভিযোগ  ◈ পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাসে পক্ষপাতের অভিযোগ বিএনপির, গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে দলটি ◈ জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে সরকারি গানম্যান ও বাসভবনে সশস্ত্র পুলিশ মোতায়েনের নির্দেশ ◈ আজ ঢাকার তিন পয়েন্ট অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৮:৪২ রাত
আপডেট : ২৬ মে, ২০২৩, ০৮:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ রাসেলকে হারিয়ে টানা চতুর্থ শিরোপা জিতলো বসুন্ধরা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শেখ রাসেলের মুখোমুখি হয়েছিলো শক্তিশালী বসুন্ধরা কিংস। শুক্রবার ঘরের মাঠে শেখ রাসেলকে ৬-৪ গোলে হারিয়েছে কিংসরা। এই জয়ে টানা চতুর্থ শিরোপা ঘরে তুলেছে অস্কার ব্রুজনের শিষ্যরা। ১৭ ম্যাচে ৪৬ পয়েন্ট পাওয়া বসুন্ধরার কিংসের তিন ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়েছে ক্লাবটির।

২০০৭ সাল থেকে পেশাদার ফুটবল লিগ প্রবর্তন হয়েছে বাংলাদেশে। পেশাদার লিগের প্রথম তিন আসরে ঢাকা আবাহনী চ্যাম্পিয়ন হলেও, তারাও টানা চারবার লিগ জিততে পারেনি। বসুন্ধরা কিংস ২০১৮ সালে পেশাদার লিগে এসেই টানা চার বার লিগ জয়ের কৃতিত্ব দেখাল।

স্বাধীনতা পরবর্তী সময়ে কিংস টানা লিগ জয়ের রেকর্ড গড়লেও বাংলাদেশের ফুটবল ইতিহাসে অবশ্য এখনও রেকর্ডটি বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ক্লাব ঢাকা ওয়ান্ডারার্সের। ১৯৫০-৫৪ সালে এই ক্লাবটি টানা চ্যাম্পিয়ন ছিল। ৫৫ সালে লিগ সম্পন্ন হয়নি। পরের বছরও চ্যাম্পিয়ন হয়ে টানা ছয় শিরোপা জিতে অনন্য রেকর্ড গড়ে ক্লাবটি।

কিংস অ্যারেনায় ম্যাচটি প্রথম দিকে বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ছিল। তবে ৬ মিনিটে বসুন্ধরা কিংস লিড নেয়। এরপর শেখ রাসেল দুই গোল করে এগিয়ে যায়। প্রথমার্ধের ইনজুরি সময়ে দুই গোল করে ৩-২ লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে বসুন্ধরা কিংস। দ্বিতীয়ার্ধে বসুন্ধরা কিংস আরও তিন গোল করলে শেখ রাসেল আর ম্যাচে ফিরতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে শেখ রাসেলও দুই গোল করে, তবে শেষ রক্ষা হয়নি জামাল ভূইয়াদের। ৬-৪ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়