শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৮:৪২ রাত
আপডেট : ২৬ মে, ২০২৩, ০৮:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ রাসেলকে হারিয়ে টানা চতুর্থ শিরোপা জিতলো বসুন্ধরা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শেখ রাসেলের মুখোমুখি হয়েছিলো শক্তিশালী বসুন্ধরা কিংস। শুক্রবার ঘরের মাঠে শেখ রাসেলকে ৬-৪ গোলে হারিয়েছে কিংসরা। এই জয়ে টানা চতুর্থ শিরোপা ঘরে তুলেছে অস্কার ব্রুজনের শিষ্যরা। ১৭ ম্যাচে ৪৬ পয়েন্ট পাওয়া বসুন্ধরার কিংসের তিন ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়েছে ক্লাবটির।

২০০৭ সাল থেকে পেশাদার ফুটবল লিগ প্রবর্তন হয়েছে বাংলাদেশে। পেশাদার লিগের প্রথম তিন আসরে ঢাকা আবাহনী চ্যাম্পিয়ন হলেও, তারাও টানা চারবার লিগ জিততে পারেনি। বসুন্ধরা কিংস ২০১৮ সালে পেশাদার লিগে এসেই টানা চার বার লিগ জয়ের কৃতিত্ব দেখাল।

স্বাধীনতা পরবর্তী সময়ে কিংস টানা লিগ জয়ের রেকর্ড গড়লেও বাংলাদেশের ফুটবল ইতিহাসে অবশ্য এখনও রেকর্ডটি বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ক্লাব ঢাকা ওয়ান্ডারার্সের। ১৯৫০-৫৪ সালে এই ক্লাবটি টানা চ্যাম্পিয়ন ছিল। ৫৫ সালে লিগ সম্পন্ন হয়নি। পরের বছরও চ্যাম্পিয়ন হয়ে টানা ছয় শিরোপা জিতে অনন্য রেকর্ড গড়ে ক্লাবটি।

কিংস অ্যারেনায় ম্যাচটি প্রথম দিকে বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ছিল। তবে ৬ মিনিটে বসুন্ধরা কিংস লিড নেয়। এরপর শেখ রাসেল দুই গোল করে এগিয়ে যায়। প্রথমার্ধের ইনজুরি সময়ে দুই গোল করে ৩-২ লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে বসুন্ধরা কিংস। দ্বিতীয়ার্ধে বসুন্ধরা কিংস আরও তিন গোল করলে শেখ রাসেল আর ম্যাচে ফিরতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে শেখ রাসেলও দুই গোল করে, তবে শেষ রক্ষা হয়নি জামাল ভূইয়াদের। ৬-৪ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়