শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৭:০০ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৩, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী ফুটবল দলে ভাঙনের সুর

দায়িত্ব ছাড়ছেন মেয়েদের সফল কোচ গোলাম রব্বানী ছোটন

স্পোর্টস ডেস্ক: গত বছর নেপালের মাটিতে সাফ চ্যাম্পিয়ন্সশিপ শিরোপা জিতে ছাদ খোলা বাসে সম্মাননা পয়েছেন নারী ফুটবলাররা। এরপর নারী ফুটলারদের নিয়ে বড় স্বপ্ন দেখতে শুরু করেছিলেন দেশের ফটুবল ভক্তরা। তবে সময় গড়াতে সব স্বপ্ন অনিশ্চয়তায় রূপ নিয়েছে সাফজয়ী ফুটলারদের কাছে। এর আগে চ্যাম্পিয়ন দলের দুই ফুটবলার অবসর ঘোষণা করেছিলেন। তাদেরকে সঙ্গ দিয়ে শুক্রবার নিজের ফেসবুক পোস্টে ফুটবলকে বিদায় বলেছে দলে স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না। এবার নারীদের দলের দায়িত্ব থেকে সরে যাওয়া ঘোষণা দিয়েছেন নারী ফুটবল উন্নয়নের পথ প্রর্দশক গোলাম রব্বানী। প্রথমআলো

এই প্রসঙ্গে গোলাম রব্বানী গনমাধ্যমকে বলেন, আমি আর কোনো টুর্নামেন্ট করব না জাতীয় দলের হয়ে। বিষয়টি আমি অফিসিয়ালি চিঠি দিয়ে কয়েক দিনের মধ্যে জানিয়ে দিবো বাফুফেকে। বলতে পারেন আমি আর এ মাসটা আছি। আগামী মাস থেকে নারী দলের দায়িত্বে আর থাকছি না।

এমন সিদ্ধান্তের কারণ জানতে চাইলে তিনি বলেন, অনেক তো করলাম। অনেক চাপ। পারিবারিক জীবন আছে। বন্ধুবান্ধব আছে। কাউকেই সময় দেওয়া হয়নি। ওদিকে মহিলা দলের ওপর সবার প্রত্যাশা বাড়ছে। আমি মনে করি, অনেক হয়েছে। এবার সরে যায়। এ কারণে আমি আর মেয়েদের কোচ হিসেবে থাকছি না। কলেরকন্ঠ

বাংলাদেশের নারী ফুটবল আজকের যে অবস্থানে এসেছে, তাতে বড় অবদান গোলাম রব্বানীর। এক যুগ ধরে নারী দলের সহকারী কোচ, প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। এনে দিয়েছেন অনেক সাফল্য। বাংলাদেশের নারী ফুটবলের প্রতীক বলা যায় তাঁকে। সেই তিনি সব কথা মুখে না বললেও বোঝা যায় কোথাও একটা অভিমান আছে। যোগ্য সম্মান না পাওয়ার আক্ষেপ আছে।

তিনি আরো বলেন, বাফুফের চাকরি ছাড়লেও নারী ফুটবল নিয়ে কাজ করতে চান। যুক্ত হতে চান কোনো ক্লাবের সঙ্গে। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়