শিরোনাম
◈ প্রতিটি জেলা শহরে শিশু হাসপাতাল স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী ◈ অব্যাহত থাকবে তাপ প্রবাহ ◈ আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন মেসি ◈ ঝড়ে ক্ষতিগ্রস্থ সঞ্চালন লাইন, আদানির বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ ◈ রম্য রচনার জন্য ডেইলি স্টারের কাছে মেয়র তাপসের ১শ কোটি টাকা ক্ষতিপূরণ ◈ লক্ষ্মীপুরে ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, নিহত ১ ◈ কথা বলতে পারছেন না সিরাজুল আলম খান  ◈ বর্তমানে ১৬ দশমিক ২৭ লাখ মেট্রিন টন খাদ্যশস্য মজুত রয়েছে: সংসদে প্রধানমন্ত্রী  ◈ কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৮৫ কোটি ৮০ লাখ ডলার দিল বিশ্বব্যাংক  ◈ শহর বাঁচাতে সিএস দাগ অনুযায়ী খালের সীমানা নির্ধারণ করতে হবে: মেয়র আতিক 

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৭:০০ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৩, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী ফুটবল দলে ভাঙনের সুর

দায়িত্ব ছাড়ছেন মেয়েদের সফল কোচ গোলাম রব্বানী ছোটন

স্পোর্টস ডেস্ক: গত বছর নেপালের মাটিতে সাফ চ্যাম্পিয়ন্সশিপ শিরোপা জিতে ছাদ খোলা বাসে সম্মাননা পয়েছেন নারী ফুটবলাররা। এরপর নারী ফুটলারদের নিয়ে বড় স্বপ্ন দেখতে শুরু করেছিলেন দেশের ফটুবল ভক্তরা। তবে সময় গড়াতে সব স্বপ্ন অনিশ্চয়তায় রূপ নিয়েছে সাফজয়ী ফুটলারদের কাছে। এর আগে চ্যাম্পিয়ন দলের দুই ফুটবলার অবসর ঘোষণা করেছিলেন। তাদেরকে সঙ্গ দিয়ে শুক্রবার নিজের ফেসবুক পোস্টে ফুটবলকে বিদায় বলেছে দলে স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না। এবার নারীদের দলের দায়িত্ব থেকে সরে যাওয়া ঘোষণা দিয়েছেন নারী ফুটবল উন্নয়নের পথ প্রর্দশক গোলাম রব্বানী। প্রথমআলো

এই প্রসঙ্গে গোলাম রব্বানী গনমাধ্যমকে বলেন, আমি আর কোনো টুর্নামেন্ট করব না জাতীয় দলের হয়ে। বিষয়টি আমি অফিসিয়ালি চিঠি দিয়ে কয়েক দিনের মধ্যে জানিয়ে দিবো বাফুফেকে। বলতে পারেন আমি আর এ মাসটা আছি। আগামী মাস থেকে নারী দলের দায়িত্বে আর থাকছি না।

এমন সিদ্ধান্তের কারণ জানতে চাইলে তিনি বলেন, অনেক তো করলাম। অনেক চাপ। পারিবারিক জীবন আছে। বন্ধুবান্ধব আছে। কাউকেই সময় দেওয়া হয়নি। ওদিকে মহিলা দলের ওপর সবার প্রত্যাশা বাড়ছে। আমি মনে করি, অনেক হয়েছে। এবার সরে যায়। এ কারণে আমি আর মেয়েদের কোচ হিসেবে থাকছি না। কলেরকন্ঠ

বাংলাদেশের নারী ফুটবল আজকের যে অবস্থানে এসেছে, তাতে বড় অবদান গোলাম রব্বানীর। এক যুগ ধরে নারী দলের সহকারী কোচ, প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। এনে দিয়েছেন অনেক সাফল্য। বাংলাদেশের নারী ফুটবলের প্রতীক বলা যায় তাঁকে। সেই তিনি সব কথা মুখে না বললেও বোঝা যায় কোথাও একটা অভিমান আছে। যোগ্য সম্মান না পাওয়ার আক্ষেপ আছে।

তিনি আরো বলেন, বাফুফের চাকরি ছাড়লেও নারী ফুটবল নিয়ে কাজ করতে চান। যুক্ত হতে চান কোনো ক্লাবের সঙ্গে। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়