শিরোনাম
◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার ◈ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প ◈ ৫৪ বছরের সবচেয়ে বড় দুই অর্জন ৭১ আর ২৪: তারেক রহমান ◈ সামাজিক যোগাযোগমাধ্যমে কেন ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি: উপদেষ্টা মো. মাহফুজ আলম ◈ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, জানালো নির্বাচন কমিশন ◈ এখন সবাই জেনে গেছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি: নরেন্দ্র মোদি (ভিডিও)

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ১০:১৮ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলের কোচের প্রস্তাব পাওয়ার খবর ভিত্তিহীন বললেন এনরিকে

কোচ এনরি

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলের কয়েকটি সংবাদমাধ্যমের খবর, সে দেশের জাতীয় দলের কোচ হওয়ার সম্ভাবনায় আছেন বার্সেলোনা ও স্পেনের সাবেক এই কোচ। এনরিকে অবশ্য সাফ জানিয়ে দিলেন, ব্রাজিল থেকে কোনো প্রস্তাব তিনি পাননি। কোচিং ক্যারিয়ারের সম্ভাব্য ভবিষ্যতের ছবিও তিনি আঁকতে শুরু করেছেন ভাবনায়, যেখানে আছে ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ক্লাবের ডাগআউট। বিডিনিউজ

২০২২ বিশ্বকাপের পর স্পেনের কোচের দায়িত্ব থেকে বিদায় নেন এনরিকে। এরপর এখনও পর্যন্ত নতুন কোনো দায়িত্ব তিনি নেননি। ৫২ বছর বয়সী সাবেক এই ফুটবলার বুধবার কাদেনা সার রেডিওতে সাক্ষাৎকারে বললেন, কোচিংয়ে ফিরতে আপাতত তাড়া নেই তার। গোল ডটকম

আমি সৌভাগ্যবান যে, ব্যক্তিগত জীবনে আমার যথেষ্ট কিছুই করার আছে। দীর্ঘদিন ধরেও যদি নতুন কোনো প্রস্তাব না আসে, তাহলে সমস্যা নেই। যা হওয়ার, তা-ই হবে।

২০২২ বিশ্বকাপের পর থেকে কোচ খুঁজছে ব্রাজিল। আপাতত কাজ চালাচ্ছে তারা ভারপ্রাপ্ত দায়িত্বে মানো মেনেজেসকে দিয়ে। সম্ভাব্য কোচ হিসেবে আনচেলত্তির নামই বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে জোরেসোরে। পাশাপাশি এখন এনরিকের নামে যে গুঞ্জন, তা তিনি ছেটে দিলেন ডালপালা গজানোর আগেই। - রিওটাইমস

বেশ কয়েকটি জাতীয় দল এখন নতুন কোচ খুঁজছে। আমার মনে হয় না, ব্রাজিলের মতো একটি জাতীয় দলকে এগিয়ে নেওয়ার মতো প্রোফাইল আমার আছে। ব্রাজিলের কেউ আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। জাতীয় দল থেকে কিছু প্রস্তাব অবশ্য পেয়েছি, তবে কোনো ক্লাব থেকে পাইনি। তবে সম্ভাবনা নাকচ করতে চাই না। খুব শক্তিশালী কোনো জাতীয় দল পেলেই আমি দায়িত্ব নেব।

এনরিকের খেলোয়াড়ী জীবনে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ, দুই ক্লাবের জার্সিতেই মাঠ মাতানো এই তারকা পরে কোচিংয়ে বার্সেলোনায় তিন বছরের দায়িত্বে ছিলে দারুণ সফল। তার কোচিংয়ে দুটি লা লিগা, একটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি কোপা দেল রে, একটি উয়েফা সুপার কাপ ও একটি ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে বার্সেলোনা।

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়