শিরোনাম
◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার ◈ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প ◈ ৫৪ বছরের সবচেয়ে বড় দুই অর্জন ৭১ আর ২৪: তারেক রহমান ◈ সামাজিক যোগাযোগমাধ্যমে কেন ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি: উপদেষ্টা মো. মাহফুজ আলম ◈ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, জানালো নির্বাচন কমিশন ◈ এখন সবাই জেনে গেছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি: নরেন্দ্র মোদি (ভিডিও)

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০৯:৪৪ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০৩:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের লক্ষ্য হোয়াইটওয়াশ, আইরিশদের জয়ের আশা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট দল এখন মুক্তবিহঙ্গ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে কোনো চাপ নেই, চিন্তা নেই। সিরিজ জয়ের কাজটি আগেই সেরে ফেলেছে। এবার টাইগারদের লক্ষ্য আইরিশদের হোয়াইটওয়াশ করা। অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আগেই বলেছেন, টি-টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ডের পরিনতি বরণ করবে আয়ারল্যান্ড। তার এই মন্তব্যের বাস্তবরূপ দিতে টাইগাররা আইরিশদের হারাতে তাদের সর্বোচ্চটা দিয়ে লড়বে।

আজ শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে দুই দল দুপুর ২টায় মুখোমুখি হবে। 

বাংলাদেশ এরআগে বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে ২২ রানে এবং দ্বিতীয় ম্যাচে ৭৭ রানে জয়লাভ করে। তৃতীয় ম্যাচ জিতলে ইংল্যান্ডের পর আয়ারল্যান্ডকেও হোয়াইটওয়াশ করার নজির গড়বে স্বাগতিক বাংলাদেশ। এই সিরিজের ঠিক আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে লাল-সবুজের দেশ। 

ওয়ানডে ফরম্যাটে আগেই নিজেদের অন্যতম শক্তিশালী দলে পরিণত করেছে টাইগাররা। সংক্ষিপ্ত ভার্সনের ফরম্যাটেও নিজেদের ব্র্যান্ড হিসাবে তৈরি করতে মুখিয়ে আছে সাকিব-লিটনরা। 

দলনেতা সাকিব বলেন, ‘আমরা গত কয়েক ম্যাচের পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে  চেয়েছি এবং তা ভালোভাবেই হচ্ছে। দুর্দান্ত দল হতে চাইলে আমাদের সেভাবে খেলতে হবে এবং ম্যাচের প্রথম বল থেকেই তা ফুটিয়ে তুলতে হবে। আমরা সেটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছি।’ 

সিরিজ আগেই নিশ্চিত হওয়ায় একাদশে কিছু পরিবর্তনের আভাস দিয়েছেন সাকিব। সঙ্গে এটিও পরিস্কার করেছেন, পরিবর্তন যাই হোক দলের মূল লক্ষ্য প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা। তিনি বলেন,     ‘আমাদের আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। আমরা হয়তো কয়েকজন নতুন খেলোয়াড়কে মাঠে নামাবো। আর তারা কিন্তু তাদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে থাকবে।’

অপরদিকে, আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টারলিং বলেছেন, ‘আমাদের হারানোর অবশিষ্ট কিছু নেই। তবে অবশ্যই হায়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবো। আমার দৃঢ় বিশ্বাস শেষ ম্যাচটি জিততে পারবো। ভালো একটি ম্যাচ খেলতে আমরা সবাই দৃঢ় প্রতিজ্ঞ। সম্পাদনা: এল আর বাদল

টিএবি/এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়