শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৩, ১১:০২ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২৩, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগের হল অব ফেমে ফার্গুসন ও ভেঙ্গার

স্পোর্টস ডেস্ক: ইংলিশ লিগে অবদানের জন্য স্বীকৃতি পেলেন দুই কিংবদন্তী কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন ও আর্সেন ভেঙ্গার। লিগের হল অব ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন তারা। গোল ডটকম 

ইপিএল কর্তৃপক্ষ বুধবার এক অনুষ্ঠানে তাদের নাম যুক্ত করার বিষয়টি জানায়। ২০২১ সালে হল অব ফেম শুরুর পর প্রথম জায়গা পেলেন কোনো কোচ। প্রিমিয়ার লিগ যুগ শুরুর পর থেকে ২০১৩ সালে অবসর নেওয়ার আগ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ছিলেন ফার্গুসন। তার হাত ধরে রেকর্ড ১৩টি লিগ শিরোপা জেতে ক্লাবটি।

ইংলিশ ফুটবলের ইতিহাসে আরেক সমৃদ্ধ কোচ ভেঙ্গার। প্রিমিয়ার লিগে সবচেয়ে দীর্ঘ সময়ে কোচিং করানোর কীর্তি তারই। ১৯৯৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ছিলেন আর্সেনালের ডাগআউটে। তার কোচিংয়ে লন্ডনের দলটি তিন বার লিগ চ্যাম্পিয়ন হয়।  বিডিনিউজ

প্রতিযোগিতাটির ইতিহাসে একাধিক লিগ শিরোপা জয়ের তালিকায় ফার্গুসন ও ভেঙ্গারের সঙ্গে আছেন কেবল পেপ গার্দিওলা (৪) ও জোসে মরিনিয়ো (৩)।

হল অব ফেমে জায়গা পেয়ে উচ্ছ্বসিত ৮১ বছর বয়সী ফার্গুসন। এতে অন্তর্ভুক্ত হতে পেরে আমি সত্যিই আনন্দিত। এই ধরনের স্বীকৃতি পাওয়া সবসময় সম্মানের। ৭৩ বছর বয়সী ভেঙ্গার তুলে ধরলেন আর্সেনালের প্রতি ভালোলাগার দিকটি।

আমি এমন একজন ব্যক্তি হিসেবে পরিচিত হতে চাই যে আর্সেনালকে ভালোবেসেছিল, যে ক্লাবের মূল্যবোধকে সম্মান করেছিল এবং দলটিকে এমন একটি অবস্থানে রেখে গিয়েছিল, যেখান থেকে তা আরও বড় হতে পারে।

ইপিএলের হল অব ফেমে এর আগে জায়গা করে নিয়েছেন ১৬ জন খেলোয়াড়। আগামী বৃহস্পতিবার ১৫ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে ভক্তদের ভোটে এই তালিকায় যুক্ত হবেন আরও তিন জন। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়