শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ১০:৪৩ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২৩, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যারাডোনা যুগের পর প্রথম লিগ জয়ের দ্বারপ্রান্তে নাপোলি

স্পোর্টস ডেস্ক: সিরি আ  লিগ ঘরে তুলতে খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না নেপলসকে। ম্যারাডোনার হাত ধরে চার মৌসুমের মধ্যে দুবার লিগ চ্যাম্পিয়ন, বাকি দুবার রানার্সআপ দলটি। এরপর একেকটি মৌসুম কেটে যায়, নাপোলির আরেকটি লিগ জয়ের অপেক্ষা আর ফুরায় না। অবশেষে তিন দশকের বেশি সময় পর ফের সেরি আ শিরোপা জয়ের খুব কাছে নেপলসের ক্লাবটি। সেই উপলক্ষে উৎসবের রঙে সাজছে ইতালির দক্ষিণ অঞ্চলের শহরটি।  বিডিনিউজ

১৯৮৪ সালে বার্সেলোনা ছেড়ে নাপোলিতে যোগ দেন ম্যারাডোনা। হয়ে ওঠেন দলটির চালিকাশক্তি। আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ জেতানোর পরের বছরই নাপোলিকে এনে দেন তাদের ইতিহাসের প্রথম লিগ শিরোপা। তিন বছর পর আরেকটি। 

পুরনো সেই স্বাদ চলতি মৌসুমে পাওয়ার পথে আছে নাপোলি। ১১ রাউন্ড বাকি থাকতে দুই নম্বর লাৎসিওর চেয়ে ১৯ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে ম্যারাডোনার সাবেক ক্লাব। তাদের শিরোপা স্বপ্ন বাস্তবে পরিণত হতে পারে এপ্রিলের মাঝামাঝি সময়েই, নিজেদের শেষ লিগ ম্যাচের এক মাসের বেশি সময় বাকি থাকতে। 

নেপলসবাসী এরই মধ্যে আগাম শিরোপা উদযাপন শুরু করে দিয়েছে। তাদের সম্ভাব্য এই সাফল্যকে তুরিন ও মিলানের মতো ইতালির উত্তর অঞ্চলের ধনী শহরগুলির প্রতি প্রতিশোধ হিসেবেও দেখা হচ্ছে। সেরি আয় গত তিন দশকে আধিপত্য ছিল যে এই শহর দুটির ক্লাব ইউভেন্তুস, এসি মিলান ও ইন্টার মিলানের। 

শহরের নতুন নায়কদের ভাস্কর্য তৈরি করেছেন নেপলসের কারিগররা। দোকানগুলির সামনে উড়ছে ক্লাবের নীল রঙয়ের পতাকা। 

একটি পোস্টারে দেখা যাচ্ছে, নাপোলির বর্তমান দলের বড় দুই তারকা নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমহেন ও জর্জিয়ান উইঙ্গার খভিচার হাতে ট্রফি তুলে দিচ্ছেন ম্যারাডোনা। 

এই মৌসুমে শুধু লিগ জয়ের পথেই নেই নাপোলি, প্রথমবারের মতো তারা উঠে গেছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে। যেখানে তাদের প্রতিপক্ষ এসি মিলান। দলকে ইউরোপ সেরার মঞ্চে ফাইনালে দেখার আশায় নাপোলির সমর্থকরা। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়