শিরোনাম
◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার ◈ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প ◈ ৫৪ বছরের সবচেয়ে বড় দুই অর্জন ৭১ আর ২৪: তারেক রহমান ◈ সামাজিক যোগাযোগমাধ্যমে কেন ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি: উপদেষ্টা মো. মাহফুজ আলম ◈ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, জানালো নির্বাচন কমিশন ◈ এখন সবাই জেনে গেছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি: নরেন্দ্র মোদি (ভিডিও)

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ০৮:৫৮ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২৩, ০১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোনালদোর গার্লফ্রেন্ড সৌদি আরবকে ‘পৃথিবীর স্বর্গ’ বললেন 

জর্জিনা রদ্রিগেজ

স্পোর্টস ডেস্ক: সুপারস্টার ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর গার্লফ্রেন্ড জর্জিনা রদ্রিগেজ। সৌদি আরবে বসবাস নিয়ে সম্প্রতি তিনি মুখ খুলেছেন। ১১ সপ্তাহ আগে পর্তুগিজ ফুটবলার রোনালদো সৌদি আরবের ফুটবল ক্লাব আল নাসরে যোগদানের জন্য রিয়াজে আসেন। সে সময়ে তিনি সঙ্গে তার একমাত্র প্রেমিকা জর্জিনা রুদ্রিগেজকে নিয়ে আসেন। 

রোনালদোর কারণে জর্জিনাকে এখন সৌদিতে বসবাস করতে হচ্ছে। ইউরোপের এই মডেলের এর আগে কখনও আরব সংস্কৃতি সম্পর্কে ধারনা ছিল না। তবে দীর্ঘ সময় সৌদিতে থাকার ফলে তিনি আস্তে আস্তে আরব সংস্কৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছেন। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করছেন। এবার তিনি জানিয়েছেন সৌদি আরবে রাজার মতো জীবন পার করছেন।  চ্যানেল২৪

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন, মারহাবা, আমি জর্জিনা, এক ভিডিও বার্তায় তিনি নিজের পরিচয় দিচ্ছেন। সৌদি সংস্কৃতি সম্পর্কে তিনি কী পছন্দ করেন তার উত্তর দেওয়ার সময়, নেটফ্লিক্স তারকা বলেন, আমি এই দেশে খুব নিরাপদ বোধ করি এবং পারিবারিক মূল্যবোধের প্রশংসা করি।

মরুর এই দেশে যাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সৌদিকে আমার কাছে পৃথিবীর স্বর্গ মনে হয়। এখানে আসতে পেরে আমি খুবই খুশি। সৌদি মরুভূমিতে যে শক্তি এবং জাদু আছে তা অবিশ্বাস্য।

২৯ বছর বয়সী এই তারকা সৌদি আরবে প্রথমবার রমজান মাসের মুখোমুখি হয়েছেন। এ সম্পর্কে তিনি বলেন, এটা আমার জীবনে বিশেষ একটি মুহূর্ত। রমজান মাসকে আমি উপভোগ করছি। 

ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনার পাঁচটি সন্তান রয়েছে। একটি পোস্ট করা ভিডিওতে তিনি বলেন, "আমি শীঘ্রই মধ্যপ্রাচ্য এবং বিশ্বের সেরা সৌদি পারফিউম ব্র্যান্ড ল্যাভার্নের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।”

২০১৬ সালে রোনালদোর সঙ্গে সম্পর্কে জড়ান জর্জিনা। মাদ্রিদের একটি শপে তাদের পরিচয়। সেখানে তিনি সেলস অ্যাসিটেন্ট হিসেবে কাজ করতেন।  সূত্র: খালিজ টাইমস সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়