শিরোনাম
◈ এইচএসসির উত্তরপত্র আপাতত বোর্ডে না পাঠানোর নির্দেশ ◈ হত্যা চেষ্টার স্থলে ফিরে যাওয়ার সংকল্প ট্রাম্পের  ◈ দেশকে পঙ্গু করে ভিক্ষুকের জাতিতে পরিণত করতে এ সহিংসতা : প্রধানমন্ত্রী ◈ খান ইউনুসে চলছে প্রচণ্ড লড়াই : আটকা পড়েছে প্রায় ২ লাখ ফিলিস্তিনি ◈ দেশের ৮ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ◈ বাংলাদেশ নিয়ে আমার বক্তব্য বিকৃত করেছে বিজেপি: মমতা ব্যানার্জি ◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ০৪:০৭ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২৩, ০৪:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানকে হারিয়ে ইতিহাসের পাতায় আফগানিস্তান

আফগানিস্তান দল

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টিতে প্রথমবার পাকিস্তানকে বধ করলো আফগানিস্তান। শুক্রবার রাতে শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হয়। ১৩ বল বাকি থাকতেই আফগানিস্তান ৯৩ রানের টার্গেটে পৌঁছে যায়। এরই সঙ্গে প্রথমবার টি-টোয়েন্টি পাকিস্তানকে হারিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন আফগানিস্তানের ক্রিকেটাররা। 

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হারের পর এই প্রথম টি-টোয়েন্টির কোনও ম্যাচে খেলতে নামল পাকিস্তান। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ২-১ সিরিজ জিতে শুক্রবারের ম্যাচে নামে আফগানিস্তান। যদিও পাক অধিনায়ক বাবর আজম সহ পাঁচ সিনিয়র ক্রিকেটার এই সিরিজে খেলছেন না। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট তাদের বিশ্রাম দিয়েছে। তা সত্ত্বেও, পাকিস্তানের মতো হেভিওয়েট দলের আফগানিস্তানের কাছে হারা যথেষ্ট বিস্ময়ের। - কলকাতাটিভি

টসে জিতে  প্রথমে ব্যাট করে পাকিস্তান। মুজিব উর রহমান, ফজলহক ফারুকির দাপটে শুরুতেই বেকায়দায় পড়ে পাক ব্যাটাররা। আফগান অধিনায়ক রশিদ খানও এক উইকেট নেন। শেষ পর্যন্ত নয় উইকেট হারিয়ে ২০ ওভারে মাত্র ৯২ রান করে পাকিস্তান। তাদের হয়ে সর্বোচ্চ রান ইমাদ ওয়াসিমের ১৮।   

৯৩ রান তুলতে গিয়ে প্রথমদিকেই হিমশিম খেতে হয়েছিল আফগান ব্যাটারদের। মাত্র ২৭ রানের মাথায় ৩ উইকেট পড়ে যায় তাদের। রহমতুল্লা গুরবাজ , ইব্রাহিম জারদান, গুলাবদিন নায়েবের পরে করিম জন্নতও নেমেই আউট হয়ে যান। মাত্র সাত রান করে করিম জন্নত ফিরে যান। এরপর ক্রিজে নেমে দলের হাল ধরেন মহম্মদ নবি। ৩৩ বলে ৩৮ রান করে দেশকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান তিনি। প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কারও জিতেছেন এই অলরাউন্ডার। সম্পাদনা: এল আর বাদল
 
এলআরবি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়