শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৫:১৩ বিকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৬:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাওয়ার-প্লেতে কোন উইকেট না হারিয়ে ৮১ রান সংগ্রহ বাংলাদেশের

অপরাজিত তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক: ব্যাটে-বলে দারুণ খেলে আয়ারল্যান্ডকে হারানোর পথে রয়েছে বাংলাদেশ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১১.৩ ওভারে কোন উইকেট না হারিয়ে ৯২ রানে ব্যাট করছে টাইগাররা।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম খেলায় বড় ব্যবধানে জিতে এগিয়ে ছিলো বাংলাদেশ। দ্বিতীয় খেলায় বড় সংগ্রহ করলেও বৃষ্টির কারনে ম্যাচটি পরিত্যক্ত হয়। তবে শেষ ম্যাচে আজ টস জিতে ব্যাটিং নেয় প্রতিপক্ষ আয়ারল্যান্ড। তবে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি সফরকারী দলটি। ২৮.১ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১০১ রানে অলআউট হয়েছে তারা।

স্বাগতিক বাংলাদেশকে জিততে হলে করতে হবে ১০২ রান। আজকের ম্যাচ জিতলে বাংলাদেশ সিরিজ জিতবে। অন্যদিকে, আইরিশরা জিততে পারলে সিরিজ ড্র হবে। 

শুরুতে পেসারদের দাপুটে বোলিংয়ে ১০ ওভারে ৪টি উইকেট হারায় আইরিশরা। এরপর আর ঘুরে দাড়াতে পারেনি দলটি। সর্বোচ্চ ৩৬ রান করেন কার্টিস ক্যাম্ফার। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন লোরকান টাকার। বাকিরা কেউ দুই অঙ্কের কোটা পেরোতে পারেননি।

বোলিংয়ে আজ ছিলো পেসারদের দাপট। ৫ উইকেট নেন তরুণ পেসার হাসান মাহমুদ। এছাড়া তাসকিন আহমেদ ৩ টি এবং ইবাদত হোসেন ২ টি উইকেট নেন।

এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়