শিরোনাম
◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার ◈ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প ◈ ৫৪ বছরের সবচেয়ে বড় দুই অর্জন ৭১ আর ২৪: তারেক রহমান ◈ সামাজিক যোগাযোগমাধ্যমে কেন ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি: উপদেষ্টা মো. মাহফুজ আলম ◈ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, জানালো নির্বাচন কমিশন ◈ এখন সবাই জেনে গেছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি: নরেন্দ্র মোদি (ভিডিও)

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০৪:৪১ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০৪:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফিফ-শরিফুলকে বাদ দিয়ে তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করলো বিসিবি

আফিফ হোসেন ও শরীফুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: আয়ারল্যান্ড বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। সিলেটে আগামী ২৩ মার্চে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের জন্য মঙ্গলবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এই ম্যাচে দল থেকে বাদ দেওয়া হয়েছে আফিফ হোসেন ও শরীফুল ইসলামকে। বুধবার ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের বিপক্ষে আবাহনীর ম্যাচ  খেলার জন্য ঢাকায়  পৌঁছেছেন অফিফ। টি-টোয়েন্টি দলে সুযোগ পেলে আফিফ ঢাকা থেকেই চট্টগ্রামে যাবেন। 

অন্যদিকে প্রথম দুই ম্যাচে সুযোগ না পাওয়া শরীফুল এখনো দলের সঙ্গে সিলেটেই আছেন। তবে শেষ ম্যাচের দলে রাখা হয়নি তাঁকেও। আফিফ ও শরীফুলকে বাদ দেওয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেছেন, এক ম্যাচের জন্য ১৬ জনের দল রাখার মানে নেই। এমনিতেও ওরা শেষ ম্যাচে বসেই থাকবে। এর চেয়ে ওরা ঢাকা লিগে খেলুক, সেটিই ভালো।

প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে রেকর্ড ১৮৩ রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে রেকর্ড ৩৪৯ রানের স্কোর গড়ে বাংলাদেশ, মুশফিকুর রহিম গড়েন বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। তবে বৃষ্টির কারণে দ্বিতীয় ইনিংস শুরুই হতে পারেনি, শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয় সে ম্যাচ। বৃহস্পতিবার ১-০ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ দল।

তৃতীয় ওয়ানডে দলের সদস্য: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও রনি তালুকদার। রিপোর্ট: সাঈদুর রহমান

এসআর/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়