শিরোনাম
◈ সঞ্চয়পত্র কেনার নতুন নিয়ম ◈ মানবিক করিডর নিয়ে সরকার সবাইকে অন্ধকারে রেখেছে : মেজর হাফিজ ◈ ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করব না: অর্থ উপদেষ্টা ◈ আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যাত্রায় বাধা ◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল ◈ দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও) ◈ দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন কাল প্রধান উপদেষ্টা  ◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৪০ বিকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৩ বিশ্বকাপ পর্যন্ত ডোনাল্ডের মেয়াদ বাড়ালো বিসিবি

ডোনাল্ড

স্পোর্টস ডেস্ক: ওটিস গিবসন বিদায় নেয়ার পর ফাঁকা পড়ে ছিল টাইগারদের বোলিং কোচের পদটি। বাংলাদেশ জাতীয় দলে পেস বোলিং কোচ হিসেবে গত বছরের মার্চে নিয়োগ পান ডোনাল্ড। তখন তার সঙ্গে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল। তবে তার কোচিংয়ে বোলারদের উন্নতি হওয়ায় পরে সেটি বাড়িয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ পর্যন্ত করা হয়েছিল। যা এখন আবারও বাড়িয়ে তা ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত করা হলো। ক্রিকবাজ।

ভারত সিরিজ শেষ করে নিজ দেশে ফিরে যান ডোনাল্ড। বর্তমানে বাংলাদেশের ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার অপেক্ষায় আছেন তিনি। জানা গেছে, ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে বিদেশি কোচিং স্টাফরা আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে দেশে ফিরবেন। তারা ফিরলেই প্রস্তুতিতে নেমে পড়বে বাংলাদেশ ক্রিকেট দল।

বিসিবি আশা করছে, দলের নতুন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ২০ ফেব্রুয়ারিতে ঢাকায় আসবেন। তার অধীনে ২৩ ফেব্রুয়ারি থেকে ক্যাম্প শুরুর পরিকল্পনা করছে ক্রিকেট অপারেশন্স।

১৯৯১ সালে প্রোটিয়াদের হয়ে যাত্রা শুরু হয় ডোনাল্ডের। ইডেন গার্ডেনে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। এরপর ১৯৯২ সালে টেস্টেও অভিষিক্ত হন তিনি। দেশের হয়ে ৭২টি টেস্ট ও ১৬৪টি ওয়ানডে খেলেছেন তিনি। ক্রিকেটের অভিজাত ফরম্যাটে ৩৩০ ও ওয়ানডেতে ২৭২ উইকেট শিকার করেছেন সাবেক এ পেসার। রিপোর্ট: রিয়াদ হাসান

আরএইচ/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়