শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৯:৪১ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল্যান্ড আসবে ২৪ ফেব্রুয়ারি, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ১ মার্চ

বাংলাদেশ-ইংল্যান্ড

নিজস্ব প্রতিবেদক: ইংল্যান্ড ক্রিকেট দল চলতি মাসেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখবে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছাবে ইংল্যান্ড ক্রিকেট দল। 

বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে আগামী ১ মার্চ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। একই মাঠে হবে ৩ মার্চ দ্বিতীয় ওয়ানডে। তৃতীয় ও শেষ ম্যাচ আগামী ৬ মার্চ চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে।

দুই দিন বিরতির পর তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে ৯ মার্চ চট্টগ্রামে। ১২ ও ১৪ মার্চ মিরপুরে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও তৃতীয় টি- টোয়েন্টি ম্যাচ। 

এদিকে বাংলাদেশের বিরুদ্ধে দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ঘোষিত দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন রেহান আহমেদ ও টম আবেল। সাদা বলের ক্রিকেটে প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন রেহান আহমেদ। এর আগে টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে এই ক্রিকেটারের। পাকিস্তানের বিপক্ষে গত ডিসেম্বরে অভিষেক টেস্টেই ৭ উইকেট নিয়েছিলেন তিনি। ওয়ানডে ও টি-পটায়েন্টি, দুই ফরম্যাটের স্কোয়াডেই জায়গা পেয়েছেন তিনি। এছাড়া প্রথমবারের মতো ইংল্যান্ড দলে সুযোগ পেয়েছেন টম আবেল।

ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি:
ওয়ানডে সিরিজের সূচি-
১ম ওয়ানডে- ১ মার্চ, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২য় ওয়ানডে- ৩ মার্চ, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৩য় ওয়ানডে- ৬ মার্চ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

টি-টোয়েন্টি সিরিজের সূচি:
১ম টি-টোয়েন্টি- ৯ মার্চ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২য় টি-টোয়েন্টি- ১২ মার্চ, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৩য় টি-টোয়েন্টি- ১৪ মার্চ, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়