শিরোনাম
◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব ◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৯:৪১ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল্যান্ড আসবে ২৪ ফেব্রুয়ারি, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ১ মার্চ

বাংলাদেশ-ইংল্যান্ড

নিজস্ব প্রতিবেদক: ইংল্যান্ড ক্রিকেট দল চলতি মাসেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখবে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছাবে ইংল্যান্ড ক্রিকেট দল। 

বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে আগামী ১ মার্চ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। একই মাঠে হবে ৩ মার্চ দ্বিতীয় ওয়ানডে। তৃতীয় ও শেষ ম্যাচ আগামী ৬ মার্চ চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে।

দুই দিন বিরতির পর তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে ৯ মার্চ চট্টগ্রামে। ১২ ও ১৪ মার্চ মিরপুরে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও তৃতীয় টি- টোয়েন্টি ম্যাচ। 

এদিকে বাংলাদেশের বিরুদ্ধে দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ঘোষিত দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন রেহান আহমেদ ও টম আবেল। সাদা বলের ক্রিকেটে প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন রেহান আহমেদ। এর আগে টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে এই ক্রিকেটারের। পাকিস্তানের বিপক্ষে গত ডিসেম্বরে অভিষেক টেস্টেই ৭ উইকেট নিয়েছিলেন তিনি। ওয়ানডে ও টি-পটায়েন্টি, দুই ফরম্যাটের স্কোয়াডেই জায়গা পেয়েছেন তিনি। এছাড়া প্রথমবারের মতো ইংল্যান্ড দলে সুযোগ পেয়েছেন টম আবেল।

ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি:
ওয়ানডে সিরিজের সূচি-
১ম ওয়ানডে- ১ মার্চ, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২য় ওয়ানডে- ৩ মার্চ, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৩য় ওয়ানডে- ৬ মার্চ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

টি-টোয়েন্টি সিরিজের সূচি:
১ম টি-টোয়েন্টি- ৯ মার্চ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২য় টি-টোয়েন্টি- ১২ মার্চ, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৩য় টি-টোয়েন্টি- ১৪ মার্চ, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়