শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:২২ বিকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিএসএল থেকে বাংলাদেশ সফরের গুরুত্ব বেশি মঈন আলীর 

মঈন আলী

রিয়াদ হাসান: বর্তমান ক্রিকেট বিশ্বে বড় ধরনের প্রভাব ফেলছে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো। আন্তর্জাতিক অঙ্গনে দাপিয়ে বেড়ানো ক্রিকেটাররা বিভিন্ন মেয়াদে চুক্তি করছে ফ্র্যাঞ্চাইজি গুলোর সাথে। যার ফলে জাতীয় দলের থেকে ফ্র্যাঞ্চাইজি গুলোকে বেশি প্রাধান্য দিচ্ছে অনেক ক্রিকেটার। সেই পথেই হাটছেন ইংল্যান্ড ক্রিকেটার অ্যালেক্স হেলস। তবে বিপরীতে দাড়িয়েছেন তারই সতীর্থ মঈন আলী।

বাংলাদেশের মাটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চলতি মাসের শেষ দিকে ঢাকায় আসছে ইংল্যান্ড দল। কিন্তু এই সিরিজে ইংল্যান্ড দলে থাকছেন না তারকা ব্যাটার অ্যালেক্স হেলস। বর্তমানে বেশ দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের পর বিগব্যাশ ও আইএল টি-টোয়েন্টিতেও দারুন ফর্মে রয়েছেন এই ওপেনার। তবে হেলস পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন বলে বাংলাদেশ সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। বিপরিতে দেশের হয়ে খেলার জন্য পিএসএলকে না বলছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী।

ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর জানিয়েছে, নিয়মিত অধিনায়ক অধিনায়ক জস বাটলারের নেতৃত্বে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড দল। যেখানে বাটলারের ডেপুটি হিসেবে থাকবেন মঈন আলী। এই সুবাদে আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া পিএসএলের অষ্টম আসরে ইসলামাবাদ ইউনাইটেডের জার্সিতে দেখা যাবে না তাকে।

আসছে অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আসর। এই কন্ডিশনে নিজেকে প্রস্তুত করতে বাংলাদেশ সফরকে কার্যকরী মনে করেন মঈন। তাই পাকিস্তানি লিগ ছেড়ে ইংল্যান্ডের হয়ে খেলতে সম্মত হয়েছেন তিনি।

সূচি অনুযায়ী, ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু হবে। যেখানে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম এবং দ্বিতীয় সিরিজটি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এক এবং তিন মার্চ যথাক্রমে অনুষ্ঠিত হবে। আর ছয় মার্চ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

এরপর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ৯ মার্চ। এরপর বাকি দুই টি-টোয়েন্টি খেলতে দুই দল ঢাকায় ফিরবে। মিরপুরে ১২ ও ১৪ মার্চ অনুষ্ঠিত হবে শেষ দুটি ম্যাচ।

আরএইচ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়