শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:২০ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ সফরে দল গঠন নিয়ে সমস্যায় ইংল্যান্ড

ইংল্যান্ড-বাংলাদেশ

রিয়াদ হাসান: চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর করার কথা ছিল ২০২১ সালের অক্টোবরে। করোনা মহামারির কারণে ক্রিকেট বোর্ডের যৌথ সম্মতিতে এ সফর পিছিয়ে যায়। জানা গেছে, বাংলাদেশে ২৪ ফেব্রুয়ারি আসবে ইংল্যান্ড দল। ১ মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজ। ৯ মার্চ শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। তবে এই সফরের জন্য দল গড়া নিয়ে সমস্যায় পড়েছেন ইংলিশ নির্বাচকেরা।

ইংল্যান্ডের সংবাদমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, এ সফরে কয়েকজন তারকার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে অনিয়মিত খেলোয়াড়দের নিয়েই দল গঠন করবে ইংল্যান্ড। ১৬ এবং ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের টেস্ট সিরিজ থাকায় বাংলাদেশ সফরে সে দলের কাউকেই পাওয়া যাবে না। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের চেয়েও ইংলিশ নির্বাচকদের জন্য বড় সমস্যা হয়ে দাড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। পাকিস্তানের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে ইংল্যান্ডের বেশ কয়েক জন ক্রিকেটার চুক্তিবদ্ধ। জাতীয় দলের চেয়ে ফ্র্যাঞ্চাইজিকে গুরুত্ব দেওয়ায় বাংলাদেশ সফরে তাদের পাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না।

বাংলাদেশে ইংল্যান্ডের সফরসূচিতেও পরিবর্তন আনা হয়েছে। আগের সূচি অনুযায়ী ২৪ ও ২৬ ফেব্রুয়ারি দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও অফিশিয়াল ম্যাচের বাইরে কিছু খেলতে চায় না বলে সম্প্রতি জানিয়ে দিয়েছে ইংল্যান্ড।

টেলিগ্রাফের তথ্যানুযায়ী, পিএসএলের কারণে অ্যালেক্স হেলসকে পাচ্ছে না ইংল্যান্ড। একইভাবে ইংল্যান্ড দলের হয়ে বাংলাদেশে আসছেন না স্যাম বিলিংস, জেমস ভিন্স ও লিয়াম ডসন। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য জো রুটকে পাওয়া যাবে না, একই সঙ্গে পাওয়া যাচ্ছে না বেন ডাকেট ও হ্যারি ব্রুকসকে। দুজন এ মুহূর্তে দক্ষিণ আফ্রিকা সফরে আছেন ইংল্যান্ডের ওয়ানডে দলের সঙ্গে।

চোটের কারণে এ সফরের সময় বিশ্রামে থাকবেন জনি বেয়ারস্টো ও লিয়াম লিভিংস্টোন। তবে বাংলাদেশ সফরে আসছেন অধিনায়ক জস বাটলার, মঈন আলী, আদিল রশিদ ও জেসন রয়দের মতো খেলোয়াড়েরা। এ সফরে ফিরতে পারেন মার্ক উড।

আরএইচ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়