শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ১০:০৪ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সব আম্পায়ারই নারী 

নারী আম্পায়ার

স্পোর্টস ডেস্ক: আগামী ১০ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় পর্দা উঠছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। এই বিশ্ব আসরের জন্য ম্যাচ রেফারি ও আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এই তালিকায় চমক দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরো আসর এবার পরিচালনা করবেন নারী ম্যাচ অফিশিয়ালরা। এবারই প্রথম এমন অভিনব প্রয়াস আইসিসির। -ক্রিকফ্রেঞ্জি

এই বিশ্ব আসর পরিচালনায় ৩ জন ম্যাচ রেফারির সঙ্গে থাকছেন ১০ জন আম্পায়ার। মূলত ক্রিকেটে নারীদের আগ্রহ বাড়াতেই এই পন্থা অবলম্বন করেছে আইসিসি। এ প্রসঙ্গে আইসিসির জেনারেল ম্যানেজার (ক্রিকেট) ওয়াসিম খান জানিয়েছেন তারা দারুণ আনন্দিত। নারী ক্রিকেটের প্রসারের কথা চিন্তা করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। 

তিনি বলেন, আমরা আনন্দের সাথে ঘোষণা করছি যে উইমেন্স টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ম্যাচ অফিশিয়াল প্যানেলে সবাই নারী। সম্প্রতি নারীদের ক্রিকেট ব্যাপকভাবে প্রসার হচ্ছে, তারই ধারাবাহিকতায় আমরা ক্রিকেটে নারীদের অংশগ্রহণ সর্বোচ্চ পর্যায়ে আরও বাড়ানোর প্রয়াস হাতে নিয়েছি।

ম্যাচ অফিশিয়ালদের তালিকা-
ম্যাচ রেফারি- জিএস লাকশ্মী (ভারত), শান্দ্রে ফ্রিটজ (দক্ষিণ আফ্রিকা), মিচেল পেরেইরা (শ্রীলঙ্কা)।

আম্পায়ার- সু রেডফার্ন (ইংল্যান্ড), এলোইসি শেরিডান (অস্ট্রেলিয়া), ক্লেয়ার পোলোসাক (অস্ট্রেলিয়া), জ্যাকুলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), কিম কটন (নিউজিল্যান্ড), লরেন আগেনবাগ (দক্ষিণ আফ্রিকা), আনা হ্যারিস (ইংল্যান্ড), ভ্রিন্দা রাথি (ভারত), এন জননী (ভারত), নিমলি পেরেরা (শ্রীলঙ্কা)। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়