শিরোনাম
◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও ◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৮:৪৮ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৩, ১১:০২ দুপুর

প্রতিবেদক : মাসুদ আলম

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ

শেষ ম্যাচে বড় জয় পেয়েও বিদায় নিলো বাংলাদেশ

বাংলাদেশের উদযাপন

নাহিদ হাসান: নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বুধবার (২৫ জানুয়ারি) আরব আমিরাতের বিরুদ্ধে ৫ উইকেট এবং ৬৫ বল হাতে রেখে বড় জয় পেয়েছে বাংলাদেশ। তবে এ জয়ের পরেও রানরেটে পিছিয়ে থাকায় বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে টাইগ্রেসদের।

গ্রুপপর্বে টানা তিন জয়ের পর সুপার সিক্স পর্বে বাংলাদেশের দরকার ছিল দুটি জয়। তবে গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার সঙ্গে হারের পর বিদায়ের শঙ্কাটা জোড়ালো হয়। শেষ ম্যাচে আরব আমিরাতের বিরুদ্ধে দরকার ছিল বিশাল ব্যবধানে জয়। কিন্তু আরব আমিরাতের বিরুদ্ধে বুধবার দুর্দান্ত জয় পেলেও তা যথেষ্ট ছিলো না।

টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৯ রান করে আমিরাত। সর্বোচ্চ ২৯ রান করেন লাভানেয়া কেনি। এছাড়া ১৭ রান করেন মাহিকা গাউর। বাংলাদেশের হয়ে বোলিংয়ে রাবেয়া খান ৩টি, মারুফা ২টি এবং একটি করে উইকেট নেন স্বর্ণা, দিপা, এবং রিয়া আক্তার।

জবাবে ব্যাট করতে নেমে ৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছায় বাংলাদেশ। টাইগ্রেসদের হয়ে স্বর্ণা সর্বোচ্চ ৩৮ রান করে ম্যান অফ দ্য ম্যাচ হন। এছাড়া আফিয়া ১৫ এবং রাবেয়া করেন ১৪ রান। ৫৫ তম বলে বাউন্ডারি মেরে দলের জয় নিশ্চিত করেন উন্নতি আক্তার।

এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়