শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ০৭:১০ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২২, ০৮:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই সবাইকে চমকে দিলেন শোয়েব-সানিয়া

শোয়েব-সানিয়া

স্পোর্টস ডেস্ক: ভারত এবং পাকিস্তানের সেলিব্রিটি জুটি শোয়েব মালিক এবং সানিয়া মির্জার বিচ্ছেদ নিয়ে অনেক আগে থেকেই চলছে গুঞ্জন, জ্বল্পনা-কল্পনা। এরই মধ্যে একবার খবর বেরিয়েছিল, দুজনের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেছে, শুধু ঘোষণাটাই বাকি। এরই মধ্যে দুই তারকাকে দেখা গেল একসঙ্গে। তাদেরকে একসঙ্গে দেখে চমকেও উঠেছেন ভক্ত-সমর্থকরা। দুজেরন বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে একসঙ্গে হওয়াটা অবশ্যই চমকে ওঠার মত। জাগোনিউজ

মূলত দ্য মির্জা ও মালিক শো’ নামে একটি অনুষ্ঠানের জন্য শুটিং করছেন তারা। সেই জন্যই একসঙ্গে দেখা গেলো তাদের। ইনস্টাগ্রামে একটি ভিডিওতে দেখা গেল সানিয়া মির্জা এবং শোয়েব মালিককে। পাশাপাশি দাঁড়িয়ে তারা নিজেদের পরিচয় দিলেন।

সেই ভিডিওর উপরে লেখা, আপনারা কি মিজা-মালিক শোয়ের জন্য উদগ্রীব হয়ে রয়েছেন একে অপরের পাশে দাঁড়িয়ে থাকলেও তাদের দূরত্ব যেন অনেক। পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলেন শোয়েব। দুজনের মধ্যে বিস্তর ফারাক স্পষ্ট দেখা গেলো। স্বামী-স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক সেই দাঁড়ানোতে দেখা গেলো না। যেন ভিন্ন পরিচয়ের দুই সহঅভিনেতা-অভিনেত্রী। কথা বলার সময় সানিয়া মুখে হাসি ধরে রাখার চেষ্টা করলেও ভিডিওর শুরু এবং শেষে সেই রেশ ধরে রাখতে পারলেন না।

কিছু দিন আগেই জানা গিয়েছিল এই শোয়ের কথা। সানিয়া এবং শোয়েব একসঙ্গেই যে এই শোটি করবেন তা জানানো হয়েছিল। যদিও তারকা জুটির বিচ্ছেদের সম্ভাবনা তাতে কমেনি। সূত্র দাবি করছে, এই শো-এর জন্যই বিচ্ছেদের কথা এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করছেন না পাক-ভারতের এই জুটি। রিপোর্ট: ঝুমুরী বিশ্বাস

জেবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়