শিরোনাম
◈ এমপিদের পেনশন, গাড়ি কেনা নিয়ে ক্ষেপল এশিয়ার আরেক দেশের জেন-জি ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী ◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ০৭:১০ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২২, ০৮:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই সবাইকে চমকে দিলেন শোয়েব-সানিয়া

শোয়েব-সানিয়া

স্পোর্টস ডেস্ক: ভারত এবং পাকিস্তানের সেলিব্রিটি জুটি শোয়েব মালিক এবং সানিয়া মির্জার বিচ্ছেদ নিয়ে অনেক আগে থেকেই চলছে গুঞ্জন, জ্বল্পনা-কল্পনা। এরই মধ্যে একবার খবর বেরিয়েছিল, দুজনের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেছে, শুধু ঘোষণাটাই বাকি। এরই মধ্যে দুই তারকাকে দেখা গেল একসঙ্গে। তাদেরকে একসঙ্গে দেখে চমকেও উঠেছেন ভক্ত-সমর্থকরা। দুজেরন বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে একসঙ্গে হওয়াটা অবশ্যই চমকে ওঠার মত। জাগোনিউজ

মূলত দ্য মির্জা ও মালিক শো’ নামে একটি অনুষ্ঠানের জন্য শুটিং করছেন তারা। সেই জন্যই একসঙ্গে দেখা গেলো তাদের। ইনস্টাগ্রামে একটি ভিডিওতে দেখা গেল সানিয়া মির্জা এবং শোয়েব মালিককে। পাশাপাশি দাঁড়িয়ে তারা নিজেদের পরিচয় দিলেন।

সেই ভিডিওর উপরে লেখা, আপনারা কি মিজা-মালিক শোয়ের জন্য উদগ্রীব হয়ে রয়েছেন একে অপরের পাশে দাঁড়িয়ে থাকলেও তাদের দূরত্ব যেন অনেক। পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলেন শোয়েব। দুজনের মধ্যে বিস্তর ফারাক স্পষ্ট দেখা গেলো। স্বামী-স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক সেই দাঁড়ানোতে দেখা গেলো না। যেন ভিন্ন পরিচয়ের দুই সহঅভিনেতা-অভিনেত্রী। কথা বলার সময় সানিয়া মুখে হাসি ধরে রাখার চেষ্টা করলেও ভিডিওর শুরু এবং শেষে সেই রেশ ধরে রাখতে পারলেন না।

কিছু দিন আগেই জানা গিয়েছিল এই শোয়ের কথা। সানিয়া এবং শোয়েব একসঙ্গেই যে এই শোটি করবেন তা জানানো হয়েছিল। যদিও তারকা জুটির বিচ্ছেদের সম্ভাবনা তাতে কমেনি। সূত্র দাবি করছে, এই শো-এর জন্যই বিচ্ছেদের কথা এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করছেন না পাক-ভারতের এই জুটি। রিপোর্ট: ঝুমুরী বিশ্বাস

জেবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়