শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ০৬:২২ বিকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ০৮:২৪ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

জাপানকে হারিয়ে জার্মানিকে টিকিয়ে রাখলো কোস্টারিকা

কোস্টারিকার উদযাপন

নাহিদ হাসান: এবারের বিশ্বকাপে দুই দলই শুরুটা করেছিল ভিন্নভাবে। ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে রীতিমতো স্তব্ধ করে জয় তুলে নিয়েছিল এশিয়ার দেশ জাপান। অন্যদিকে স্পেনের কাছে সাত গোল খেয়ে বিধ্বস্ত কোস্টারিকা। আজ হারলেই বিদায়, এমন সমীকরণে চমক দেখিয়ে জাপানকে ১-০ ব্যাবধানে হারিয়ে বিশ্বকাপে টিকে রইলো উত্তর আমেরিকার দেশ কোস্টারিকা। ফলে বিশ্বকাপের ‘ই’ গ্রুপের লড়াইটা জমে উঠেছে। যদিও শেষ ম্যাচে কোস্টারিকাকে খেলতে হবে জার্মানির বিপক্ষে।

প্রথম ম্যাচে জার্মানিকে হারিয়ে জাপান স্বপ্ন দেখছিলো পরের রাউন্ডে যাওয়ার। তবে কোস্টারিকার বিপক্ষে আজ এই হার তাদের হৃদয় ভাঙতে যথেষ্ট।

আজ ম্যাচের প্রথমার্ধে কোস্টারিকা জমাট রক্ষণে সামলেছে জাপানের আক্রমণ। তবে মধ্যমাঠে তারা তেমন প্রভাব বিস্তার করতে পারেনি। যার ছাপটা পড়েছে খেলাতেও। চলতি বিশ্বকাপে এই প্রথমবার প্রথমার্ধের খেলায় কোনো দলই শট নিতে পারেনি। অন্যদিকে বল পায়ে রাখলেও জাপান খুব ভালো খেলেছে তা নয়। তারা ৫৬ শতাংশ বল পায়ে রেখেছিল। উভয় দল গোলশূন্য অবস্থায় বিরতিতে যায়।

এরপর দ্বিতীয়ার্ধে গোলের লক্ষ্যে বেশ কয়েকটি শট নেয় জাপান। তবে কেইলর নাভাস দুর্দান্তভাবে তা প্রতিহত করেন। তার দক্ষতার কারণেই হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে জাপানকে। অপরদিকে কোস্টারিকা পুরো ম্যাচে ৮১ মিনিটে গোলের লক্ষ্যে একটি শট নিয়েছিল। ওই এক শটেই গোল পেয়েছেন কাইসের ফুলার।

জাপানের এই হার জার্মানির জন্য সবচেয়ে বড় স্বস্তির। কারণ ইউরোপের এই দলটি এখন এক জয় পেলেও দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে। ইউরোপিয়ান ক্লাসিকোয় জার্মানি রোববার রাতে স্পেনের মুখোমুখি হবে। ওই ম্যাচে জার্মানি যদি হারে সেক্ষেত্রে গ্রুপের শেষ ম্যাচে কোস্টারিকার বিপক্ষে জিতলেও তারা যেতে পারবে নকআউটে। শুধু জয়টা বড় হতে হবে। অন্যদিকে শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে হারতে হবে জাপানকে।

এনএইচ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়