শিরোনাম
◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ০৬:২২ বিকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ০৮:২৪ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

জাপানকে হারিয়ে জার্মানিকে টিকিয়ে রাখলো কোস্টারিকা

কোস্টারিকার উদযাপন

নাহিদ হাসান: এবারের বিশ্বকাপে দুই দলই শুরুটা করেছিল ভিন্নভাবে। ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে রীতিমতো স্তব্ধ করে জয় তুলে নিয়েছিল এশিয়ার দেশ জাপান। অন্যদিকে স্পেনের কাছে সাত গোল খেয়ে বিধ্বস্ত কোস্টারিকা। আজ হারলেই বিদায়, এমন সমীকরণে চমক দেখিয়ে জাপানকে ১-০ ব্যাবধানে হারিয়ে বিশ্বকাপে টিকে রইলো উত্তর আমেরিকার দেশ কোস্টারিকা। ফলে বিশ্বকাপের ‘ই’ গ্রুপের লড়াইটা জমে উঠেছে। যদিও শেষ ম্যাচে কোস্টারিকাকে খেলতে হবে জার্মানির বিপক্ষে।

প্রথম ম্যাচে জার্মানিকে হারিয়ে জাপান স্বপ্ন দেখছিলো পরের রাউন্ডে যাওয়ার। তবে কোস্টারিকার বিপক্ষে আজ এই হার তাদের হৃদয় ভাঙতে যথেষ্ট।

আজ ম্যাচের প্রথমার্ধে কোস্টারিকা জমাট রক্ষণে সামলেছে জাপানের আক্রমণ। তবে মধ্যমাঠে তারা তেমন প্রভাব বিস্তার করতে পারেনি। যার ছাপটা পড়েছে খেলাতেও। চলতি বিশ্বকাপে এই প্রথমবার প্রথমার্ধের খেলায় কোনো দলই শট নিতে পারেনি। অন্যদিকে বল পায়ে রাখলেও জাপান খুব ভালো খেলেছে তা নয়। তারা ৫৬ শতাংশ বল পায়ে রেখেছিল। উভয় দল গোলশূন্য অবস্থায় বিরতিতে যায়।

এরপর দ্বিতীয়ার্ধে গোলের লক্ষ্যে বেশ কয়েকটি শট নেয় জাপান। তবে কেইলর নাভাস দুর্দান্তভাবে তা প্রতিহত করেন। তার দক্ষতার কারণেই হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে জাপানকে। অপরদিকে কোস্টারিকা পুরো ম্যাচে ৮১ মিনিটে গোলের লক্ষ্যে একটি শট নিয়েছিল। ওই এক শটেই গোল পেয়েছেন কাইসের ফুলার।

জাপানের এই হার জার্মানির জন্য সবচেয়ে বড় স্বস্তির। কারণ ইউরোপের এই দলটি এখন এক জয় পেলেও দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে। ইউরোপিয়ান ক্লাসিকোয় জার্মানি রোববার রাতে স্পেনের মুখোমুখি হবে। ওই ম্যাচে জার্মানি যদি হারে সেক্ষেত্রে গ্রুপের শেষ ম্যাচে কোস্টারিকার বিপক্ষে জিতলেও তারা যেতে পারবে নকআউটে। শুধু জয়টা বড় হতে হবে। অন্যদিকে শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে হারতে হবে জাপানকে।

এনএইচ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়