শিরোনাম
◈ টাঙ্গাইলে বেকারির দোকানে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা ◈ ভার‌তের অ‌ধিনায়ক সূর্যকুমারকে ‘শূকর’ ডেকে বিতর্কের মুখে পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মোহম্মদ ইউসুফ ◈ তপশিলের আগেই ৭০% প্রার্থী ঘোষণার প্রস্তুতি বিএনপির, যাদের সুযোগ দেওয়ার পরিকল্পনা ◈ ইটস ভেরি অর্গানাইজড পার্টি, এবার জামায়াতকে নিয়ে যে মন্তব্য করলেন রুমিন ফারহানা!(ভিডিও) ◈ বাংলাদেশের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালে ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ইতালীয় কোম্পানি এমএসসির ◈ অ‌ক্টোব‌রে বাংলাদেশ সফরে ৩‌টি ক‌রে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌বে ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ভুয়া ফুটবল দল সাজিয়ে জাপান-যাত্রা, ধরা পড়ে ফেরত পাঠিয়েছে ২২ জনকে! ◈ উচ্চশিক্ষার আগ্রহী শিক্ষার্থীদের বিনা খরচে জাপানে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ, সাথে আর্থিক সহায়তাও মিলবে ◈ সাতরাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ ◈ আঞ্চলিক হুমকি নিয়ে ভারতের সতর্কবার্তা: বাংলাদেশে মৌলবাদ, চীন সীমান্ত অচলাবস্থা ও পাকিস্তানের ভূমিকা

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ১১:৪৯ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাদিও মানে যখন কথা বলেন, সেনেগাল তার কথা মেনে চলে : কালিদু কৌলিবালি 

কালিদু কৌলিবালি 

স্পোর্টস ডেস্ক: সেনেগালের অন্যতম সেরা ফুটবলার সাদিও মানে ইনজুরির কারণে এবারের বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। দলের অন্যতম ভরসার ফুটবলারকে ছাড়াই বিশ্বকাপে খেলতে হচ্ছে তাদের। তবে স্কোয়াডে না থাকলেও, বাইরে থেকে দলকে উজ্জীবিত করছেন মানে।

বিশ্বকাপে মানে না থাকলেও তার প্রভাব রয়েছে দলে এমনটাই জানিয়েছেন সেনেগালের আরেক তারকা ফুটবলার কালিদু কৌলিবালি। তিনি জানিয়েছেন নিয়মিতই দলের সঙ্গে যোগাযোগ রাখছেন মানে। সরাসরি দলের সঙ্গে না থাকলেও ভার্চুয়ালি দলের সঙ্গে আছেন মানে। নিয়মিত যোগাযোগের মাধ্যমে দলের সকলের খেলায় উন্নতি দলের লক্ষ্য ঠিক রাখতে সহায়তা করছেন তিনি।

কৌলিবালি বলেন, মানে আমাদের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার অনুপস্থিতি আমাদের জন্য বড় ধাক্কাই। তবে তিনি সবসময় ম্যাসেজে, কল করে দলের সঙ্গে যোগাযোগ রাখছেন। দলের সকলকে মানসিক ভাবে চাঙ্গা রাখছেন। এছাড়াও দলের খেলার মান উন্নয়নেও তিনি অবদান রাখছেন। 

তিনি আরও বলেন, সাদিও মানে যখন কিছু বলেন, পুরো সেনেগাল দল তা মেনে চলে। আমরা আশা করি এভাবেই মানে দলের পাশেই থাকবেন।  গত ৮ নভেম্বর বায়ার্ন মিউনিখের হয়ে খেলার সময় চোট পান মানে। ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে ম্যাচের এই চোট বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে মানেকে। নেদাল্যান্ডসের সঙ্গে ২-০ গোলে হেরে বিশ্বকাপ শুরু করে সেনেগাল। তবে পরের ম্যাচে ঘুরে দাড়াতে চান বলে জানিয়েছেন কৌলিবালি। সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়