স্পোর্টস ডেস্ক: শুক্রবার লিটন দাসকে ছাড়াই অনুশীলন করল বাংলাদেশ ক্রিকেট দল। ইঙ্গিতটা আগেই ছিল তিনি মাঠে আসবে না। শেষ অব্দি সেটিই সত্য হয়েছে। কারণ আপাতত তাকে নিয়ে কোন ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজম্যান্ট। ভারতের বিপক্ষে ২৭ বলে ৬০ রানের ঝড় তোলা ইনিংস খেলার দিনই চোট পেয়েছিলেন লিটন। তারপর থেকেই পর্যবেক্ষণে আছেন এই ওপেনার। ঢাকা পোস্ট, প্রথম আলো
এবার ভারতের বিপক্ষে ম্যাচেও এই বৃষ্টি সর্বনাশ করে দিয়েছে। শুক্রবার সকালেই তীব্র রোদের তেজ। রাতভর হাড় কাঁপানো শীতের পর এমন রোদ স্বস্তি হয়েই এসেছে শহরে। এমন দিনে অবশ্য অ্যাডিলেড ওভালে নয়, পাশের কারেন রল্টন ওভাল নামের একটা মাঠে সকাল গড়াতেই অনুশীলনে নেমে পড়ে বাংলাদেশ। চলে দুপুর অব্দি।
সেখানে অবশ্য লিটনের থাকার সম্ভাবনা ছিল না, সেটি নিশ্চিত ছিল আগেই। শেষ অব্দি তাই হয়েছে। অস্ট্রেলিয়া বাংলাদেশ দলের সঙ্গে থাকা বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী পরিচর্যায় রেখেছেন লিটনকে। তিনি অবশ্য লিটনকে নিয়ে দুশ্চিন্তা না করতেই বললেন, দেখুন কোনভাবেই এ কে ঠিক ইনজুরি বলা যাবে না। লিটন হ্যামস্ট্রিংয়ে একটু ব্যথা অনুভব করছে। হাঁটাচলায় সমস্যা হচ্ছে না। হাতে সময় আছে, আশা করছি পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগেই ঠিক হয়ে যাবে লিটন দাস।
অ্যাডিলেড ওভাল থেকে কারেন রোল্টন ওভাল হাঁটা দূরত্ব। গ্যালারি নেই, হাজার পাঁচেক দর্শক ধারণ ক্ষমতার এই মাঠটি দেখার মতো। অন্য সতীর্থরা এখানে প্রাণভরে অনুশীলন করলেও সুযোগটা পেলেন না লিটন। অবশ্য দলের অন্যরা ঠিকই ছিলেন মাঠে।
বুধবারের ভারতের বিপক্ষে ম্যাচে বৃষ্টির পর খেলা শুরু হতেই রান নিতে গিয়ে ভেজা ঘাসে পা পিছলে পড়ে যান লিটন। সেই সময়টাতেই ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান এই ওপেনার। এটি যেহেতু মারাত্মক ছিল না, তাই এরপরও ব্যাট করেছেন লিটন।
কিন্তু ম্যাচ শেষে টিম হোটেল সোফিটেলে ফিরেই কিছুটা ব্যথা অনুভব করেন তিনি। এরপরই টিম ম্যানেজমেন্ট আর বাড়তি ঝুঁকি নেয়নি। মাঠে না এসে শুক্রবার হোটেলে বিশ্রাম নিয়েছেন লিটন। রিপোর্ট: ঝুমুরী বিশ্বাস
জেবি/এইচএ