শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২২, ০২:৩৮ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২২, ০১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুকে বিতর্কিত পোস্ট, নিষিদ্ধ মেহেদী হাসান রানা

মেহেদী হাসান রানা

স্পোর্টস ডেস্ক: মেহেদী হাসান রানা উদীয়মান পেসার হিসেবে নজর কেড়েছিলেন। বিপিএলেও দুর্দান্ত খেলেছেন তিনি। সেই মেহেদী হাসান রানা এক মাসের জন্য সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ। বিসিবি থেকেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই নিষেধাজ্ঞার ফলে চলতি জাতীয় লিগে অংশ নিতে পারছেন না তিনি।

গত ১১ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মেহেদি রানা দাবি করেন, বিপিএল এবং ঘরোয়া লিগে ধারাবাহিক পারফর্ম করার পরও তিনি জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না। জাতীয় দলে যোগ্যরা সুযোগ পাচ্ছেন না বলেও তিনি দাবি করেন।

তিনি এক নির্বাচকের বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ করেন। সেখানে তিনি অভিযোগ করেন, ওই নির্বাচক তাকে এ' দলের অনুশীলনে যোগ দেয়ার কথা বলে পরবর্তী সময়ে তাকে এড়িয়ে যান। বারবার কল, মেসেজ দিয়েও তিনি ওই নির্বাচকের সঙ্গে আর দ্বিতীয়বার যোগাযোগ করতে পারেননি।

যদিও পোস্ট করার কিছুক্ষণের মধ্যে মেহেদি আবার সেটি সরিয়ে নেন। কিন্তু তার আগে বিষয়টি চলে যায় বিসিবির নজরে। এনিয়ে তাকে জিজ্ঞাসাবাদও করে বোর্ড। যেখানে নিজের অপরাধ স্বীকার করে নেন মেহেদি রানা। যার ওপর ভিত্তি করে সোমবারতাকে এক মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করে বোর্ড। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় দলের নির্বাচক প্যানেলের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করায় মেহেদি রানাকে এক মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। রিপোর্ট: ঝুমুরী বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়