শিরোনাম
◈ ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করব না: অর্থ উপদেষ্টা ◈ আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যাত্রায় বাধা ◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল ◈ দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও) ◈ দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন কাল প্রধান উপদেষ্টা  ◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার ◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও)

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৩:৪৬ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৩:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের জার্সি যেন তরমুজ, ভারতেরটা নিস্তেজ: কানেরিয়া

পাকিস্তান দলের নতুন জার্সি

স্পোর্টস ডেস্ক: নতুন জার্সি উন্মোচন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নতুন সেই জার্সির নাম তারা দিয়েছে থান্ডার। কিন্তু নতুন এ জার্সি মোটেও পছন্দ হয়নি পাকিস্তানের সাবেক লেগস্পিনার দানিশ কানেরিয়ার।

শুধু পাকিস্তান নয়, চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারতের জার্সিও ভালো লাগেনি কানেরিয়ার। মজার ব্যাপার হলো, দুই দলই নতুন জার্সিতে নিজেদের প্রথম ম্যাচ হেরে গেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৮ রান করেও জয় পায়নি ভারত। ইংল্যান্ডের কাছে হেরেছে পাকিস্তান।- জাগোনিউজ

দলের পারফরম্যান্স যাই হোক না কেন, জার্সিটি ভালো না লাগার কথা সোজাসাপটাই বলেছেন কানেরিয়া। তার কাছে পাকিস্তানের জার্সিকে তরমুজের মতো মনে হচ্ছে। অন্যদিকে ভারতের জার্সিকে নীল রঙ আরও গাঢ় না হওয়ায় নিস্তেজ বলছেন কানেরিয়া।

তিনি বলেছেন, প্রথমেই আমাকে পাকিস্তানের জার্সির কথা বলতে হবে। এটি দেখতে তরমুজ মনে হচ্ছে। একটা মোবাইল গেইম আছে ফ্রুট নিনজা নামে। যেখানে ফল কাটতে হয়। দেখে মনে হচ্ছে বাঙ্গি ও তরমুজের সংমিশ্রণে এ জার্সি বানানো হয়েছে। এটি গাঢ় সবুজ হওয়া উচিত।

এসময় ভারতের জার্সির সমালোচনা করে তিনি আরও বলেন, ভারতীয় দলের জার্সিটিও হালকা রঙের। এটি অবশ্যই গাঢ় রঙের হওয়া উচিত। এতে একটা উচ্ছ্বাস বোঝা যায়। কিন্তু নিস্তেজ কালার পরলে দেখতেও নিস্তেজ লাগে। যেমনটা নিজেদের বোলিংয়ে নিস্তেজ হয়ে পড়েছে ভারত। রিপোর্ট: ঝুমুরী বিশ্বাস, সম্পাদনা: নাহিদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়