শিরোনাম
◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ‘ব্লাডি সিটিজেন’ বিতর্কে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর (ভিডিও) ◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা ◈ আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি ◈ তামিম ইকবাল, বিসিবি ও কোয়াব ত্রিমুখী সংকটের নেপথ্যে রাজনীতি  ◈ চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০১:০১ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৪ ইউরোতে খেলতে চান ক্রিস্টিয়ানো রোনালদো

পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্ক: গুঞ্জন ছিল চলতি বছর ক্যারিয়ারের পঞ্চম ফুটবল বিশ্বকাপ খেলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন ফুটবলে সর্বোচ্চ অর্থ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খ্যাতি অর্জন করা পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। সাম্প্রতি তিনি জানিয়েছেন ২০২৪ সালে জার্মানিতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৭তম ইউরো চ্যাম্পিয়নশিপেও খেলবেন তিনি। রাইজিং বিডি

ক্যারিয়ারে এখন পর্যন্ত পাঁচটি ব্যালন ডি’অর জয় করা রোনালদো এর আগে খেলেছেন পাঁচটি ইউরো চ্যাম্পিয়নশিপ। ২০২৪ সালেও ইউরোতে খেলতে পারলে সেটা হবে তার ক্যারিয়ারের ষষ্ঠ ইউরো চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ।
 
পর্তুগালের সেরা স্কোরারের স্বীকৃতি পাওয়ার অনুষ্ঠানে রোনালদো বলেছেন, দেশের সেরা স্কোরারের পুরস্কার পেয়ে আমি গর্বিত। আমি কখনও ভাবিনি, একদিন এটা অর্জন করবো। আমার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সবাইকে ধন্যবাদ। এটা ছিল লম্বা রাস্তা। কিন্তু আমি বলতে চাই, আমার রাস্তা এখনও শেষ হয়ে যায়নি। ক্রিসের (রোনালদো) কাছ থেকে আরেকটু বোঝা নিতে হবে।

২০০৩ সালে পর্তুগালে অভিষেক হওয়ার পর থেকে ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড ১৮৯ আন্তর্জাতিক ম্যাচে করেছেন ১১৭ গোল। পেছনে ফেলেছেন সাবেক সর্বোচ্চ গোলদাতা ইরানি স্ট্রাইকার আলী দাইয়িকে।

পর্তুগালের ২০১৬ সালের ইউরো ও ২০১৯ সালের নেশনস লিগ জয়ে নেতৃত্ব দিয়েছেন রোনালদো। তিনি বলেন, আরও কয়েক বছর ফেডারেশনের সঙ্গে থাকতে চাই। এখনও আমি উজ্জীবিত, আমার উচ্চ আকাঙ্ক্ষা এখনও আছে। আমি তরুণদের নিয়ে গড়া একটি দলে আছি। এই বিশ্বকাপ এবং ইউরোপিয়ান কাপেও থাকতে চাই। সঠিক পথে আমি সেই পর্যন্ত যাচ্ছি। রিপোর্ট: মাকসুদ রহমান

  • সর্বশেষ
  • জনপ্রিয়