শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১১:১৫ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১০:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভ্যানচালক বাবাকে মোটর ভ্যান কিনে দিবেন শিরোপাজয়ী মাসুরা

সাফজয়ী নারী ফুটবল দলের সদস্য মাছুরা পারভীন

কামরুল ইসলাম, সাতক্ষীরা: এবার বাড়িতে গিয়ে ভ্যানচালক বাবাকে মোটরভ্যান কিনে দিবেন সাফজয়ী নারী ফুটবল দলের সদস্য মাসুরা পারভীন। মাসুরার বাবা রজব আলী জানিয়েছেন এমন তথ্য।

মাসুরা পারভীন সাতক্ষীরার বিনেরপোতা এলাকার বাসিন্দা। তিন বোনের মধ্যে মাসুরা বড়। সরকারের দেয়া আট শতক জমির উপর একটি ঘর করে আট মাস ধরে এখানে বসবাস করছেন তারা। তার বাবা রজব আলী একজন ভ্যানচালক। ভ্যানটিও এখন ভেঙে গেছে।

রজব আলী জানান, মাসুরা বাড়িতে এসে মোটরভ্যান কিনে দিবে বলেছে। পায়ের ভ্যান চালাতে খুব কষ্ট হয়। মোটরভ্যানটি পেলে কষ্ট দূর হবে।

জয়ের প্রতিক্রিয়ায় ভিডিও কলে মাসুরা পারভীন বলেন, এই জয়ে আমরা খুবই আনন্দিত। এই জয় একা আমার বা আমাদের জয় নয়, এ জয় পুরো বাংলাদেশের।

এদিকে সামাজিক বাঁধা পেরিয়ে খেলাধুলা করা আর এখন দক্ষিণ এশিয়া জয় করলেন মাছুরা। সমাজের অন্য মেয়েদের উদ্দেশে কিছু বলার আছে কিনা এমন প্রশ্নে দীর্ঘশ্বাস ছাড়েন মাছুরা। এ সময় মাছুরা বলেন, আগে অনেক মেয়েরা খেলাধুলা জানতো না। আমরা যে জয় পেয়েছি সেটি পুরো বাংলাদেশ দেখেছে। মেয়েরাও দেখেছে। এখন আমাদের বলা লাগবে না। এখন তারা নিজেরাই আসবে। খেলাধুলা লেখাপড়া একসাথে থাকা ভালো দিক।

মাছুরা আরও বলেন, আজ যদি আমি খেলাধুলা না করতাম, তবে কোথায় থাকতাম আমি নিজেও জানি না। এই পর্যন্ত আসা সম্ভব ছিল না। আমি বলবো আমার মতো যারা আছে, তারা যেন খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়