স্পোর্টস ডেস্ক: ইংলিশ ক্লাব চেলসির জন্য বড়ই বেমানান এই ফলাফল। লড়াই করেও জিততে পারলো না দলটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই অঘটনের শিকার হয়েছে প্রিমিয়ার লিগের বড় ক্লাব চেলসি। ‘ই’ গ্রুপের ম্যাচে ক্রোয়েশিয়ান ক্লাব দিনামো জাগরেভের বিপক্ষে অঘটনের শিকার হয় থমাস টুখেলের দল।
দিনামো জাগরেভের মাঠে স্বাগতিকদের বিপক্ষে ১-০ গোল ব্যবধানে হার দেখে চেলসি। এই নিয়ে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেই তৃতীয়বারের মতো হার দেখলো ব্লুজরা।
এদিন বল দখল থেকে শুরু করে আক্রমণ প্রতিক্ষেত্রেই এগিয়ে ছিল চেলসি। তবে গোলমুখে শট নেওয়ার ক্ষেত্রেই সব যেন এলোমেলো করে ফেলে পিয়েরে এমেরিক অবামেয়াং, রহিম স্টার্লিং, কাই হার্ভার্টজরা।
পুরো ম্যাচে ১৫ আক্রমণ করে ৩টি মাত্র শট গোলমুখে রাখতে পারে চেলসি। অপরদিকে জাগরেভের ফুটবলাররাও মাত্র ৬টি আক্রমণ করে ৩টি শট গোলমুখে রাখে। এরমধ্যেই ম্যাচের ১৩ মিনিটের মাথায় জয়সূচক গোলটি পেয়ে যায় ক্রোয়েশিয়ান ক্লাবটি।
দলটির ব্রুনো পেতকোভিচ মাঝমাঠ থেকে বলটি নিয়ে ডি বক্সের ভেতরে ঢুকে যান। সেখান থেকে মিসলাভ অরিসিচের দিকে বল বাড়িয়ে দিলে চেলসির গোলরক্ষক কেপা আরিজাবালাগার মাথার উপর দিয়ে বল জালে জড়ান অরিসিচ। সম্পাদনা : এল আর বাদল