স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তাতেই সুপার সিক্স নিশ্চিত করলো আজিজুল হাকিম তামিমের দল। প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছিল জুনিয়র টাইগাররা, দ্বিতীয় ম্যাচ হয়েছিল পরিত্যক্ত।
হারারেতে আগে ব্যাট করে ১৯৯ রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। জবাবে ব্যাট করতে নেমে ৫১ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। --- ডেইলি ক্রিকেট
এদিন টস জিতে যুক্তরাষ্ট্রকে আগে ব্যাটিংয়ে পাঠান তামিম। বাংলাদেশ অধিনায়কের লক্ষ্যটা ছিল পরিস্কার, যতটা সম্ভব কম রানে প্রতিপক্ষকে আটকে দিয়ে সহজ জয় তুলে নেওয়া। সেই লক্ষ্যে সফল তামিম।
প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৬ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে যুক্তরাষ্ট্র। তবে ৫১ রানের জুটি গড়ে দলকে উদ্ধার করেন ওপেনার সাহিল গার্গ ও উতকার্ষ স্রীভাসতাভা। ৬০ বলে ৩৫ রান করেন সাহিল, উতকার্ষের ব্যাট থেকে আসে ৬৫ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩৯ রান।
তবে যুক্তরাষ্ট্রকে লড়াকু সংগ্রহ এনে দিয়েছেন আদনিত ঝাম্ম। ৬৯ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় ৬৮ রান করেছেন যুক্তরাষ্ট্রের এ ব্যাটার। তাতেই ১৯৯ রানের সংগ্রহ পায় যুক্তরাষ্ট্র।
বাংলাদেশের হয়ে ১০ ওভারে ৪১ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন ইকবাল হোসেন ইমন। ২টি করে উইকেট শিকার করেছেন আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও রিজান হোসেন।
রান তাড়ায় বাংলাদেশকে উড়ন্ত শুরু এনে দেন জওয়াদ আবরার ও রিফাত বেগ। যুক্তরাষ্ট্রের বোলারদের কোনো পাত্তাই দেননি তারা। বিশেষ করে জাওয়াদ করেছেন আক্রমণাত্মক ব্যাটিং। তবে ফিফটি মিসের হতাশা নিয়ে ফিরেছেন তিনি। ৪২ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় করেছেন ৪৭ রান।
আরেক ওপেনার বেগ করেছেন ৫৫ বলে ৩০ রান। তিনে নামা তামিম করেছেন দায়িত্বশীল ব্যাটিং। দলের হয়ে খেলেছেন সর্বো্চ্চ রানের ইনিংস। ৮২ বলে ২টি করে বাউন্ডারি ও ছক্কায় ৬৪ রান করেছেন যুবা অধিনায়ক। তবে ম্যাচ শেষ করে আসতে পারেননি তিনি।
দলের জয় নিশ্চিত করেই ফিরেছেন কালাম সিদ্দীকি ও রিজান হোসেন। ৫৫ বলে ৩০ রানে অপরাজিত ছিলেন কালাম ও রিজান খেলেছেন ১৬ বলে অপরাজিত ২০ রানের ইনিংস।