শিরোনাম
◈ উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই, বেকারত্ব দূর করবো: ডা. শফিকুর রহমান ◈ বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন ◈ সংসদ নির্বাচন এবং গণভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির ◈ এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ◈ নতুন পে-স্কেল, রাজস্ব ঘাটতি ও উচ্চ মূল্যস্ফীতি: পরবর্তী সরকার আর্থিক চাপে পড়বে ◈ আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে ফের চিঠি বিসিবির, নিরপেক্ষ কমিটিতে দাবি পাঠানোর অনু‌রোধ ◈ বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে দুশ্চিন্তায় জোট শরিকরা ◈ পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ নির্বাচনী প্রচারের প্রথম দিনেই চার জেলায় হামলা সংঘর্ষ, আহত ২০ (ভিডিও)

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ১২:৫৪ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আগেই দল ঘোষণা করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে ইনজুরির কারণে স্কোয়াড পরিবর্তন আনতে হলে তাদের।  

ইনজুরির কারণে প্রাথমিক দলে থাকা টনি ডি জর্জি ও ডোনোভান ফেরেইরা আর বিশ্বকাপে যাচ্ছেন না। তাদের বাদ দিয়ে শেষ পর্যন্ত স্কোয়াডে ফেরানো হয়েছে রায়ান রিকেলটনকে।

একই সঙ্গে দলে থাকছেন ট্রিস্টান স্টাবসও। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এই ঘোষণা দিয়েছে। সেই সাথে আগামীতে স্কোয়াডে আরও পরিবর্তন আসতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। কারণ ইনজুরিতে পড়েছেন ডেভিড মিলারও।

গত সোমবার পার্লে এসএ২০-এর ম্যাচ খেলতে গিয়ে কুঁচকিতে চোট পান তিনি। ইনজুরি শঙ্কায় আছেন লুঙ্গি এনগিডিও। এসএ২০-তে প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্স ইস্টার্ন কেপের বিপক্ষে বোলিং করার সময় পা ব্যান্ডেজ করা অবস্থায় মাঠ ছাড়েনএনগিডি। স্কোয়াডে থাকা ডেওয়াল্ড ব্রেভিস ৩৮ বলে অপরাজিত ৭৫ রান করে দলকে ফাইনালে তুললেও আঙুলে চোট পান।

সূত্র জানিয়েছে, বিশ্বকাপ শুরুর আগেই ফিট হয়ে উঠবেন এনগিডি। ব্রেভিসও সময়মতো সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। তবে বড় উদ্বেগ মিলারকে ঘিরে। ৩৬ বছর বয়সী এই ব্যাটারের কুঁচকির চোট আগের মতো দ্রুত সেরে ওঠার সম্ভাবনা কম।  

মিলারের অনিশ্চয়তা সুযোগ তৈরি করেছে রুবিন হারম্যানের জন্য। ইস্টার্ন কেপের হয়ে আট ইনিংসে ২০৫ রান করা এই ব্যাটার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য বিবেচনায় আছেন।

দক্ষিণ আফ্রিকার স্কোয়াড:
এইডেন মার্করাম (অধিনায়ক), করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, কুইন্টন ডি কক, মার্কো জেনসেন, জর্জ লিন্ডে, কেশাভ মহারাজ, কুয়েনা মাফাকা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, জেসন স্মিথ ও ট্রিস্টান স্টাবস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়