শিরোনাম
◈ দেশের বাজারে সব রেকর্ড ভেঙে সোনার দামে ইতিহাস ◈ ট্রাম্প প্রশাসনের বড় সিদ্ধান্ত: বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে ◈ নবম পে স্কেল: ফের বৈঠকে বসছে কমিশন, চূড়ান্ত হতে পারে একাধিক বিষয় ◈ নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ◈ নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান অধ্যাপক আলী রীয়াজের ◈ অবৈধ পথে আসছে বাজারের বেশিরভাগ স্বর্ণ : এনবিআর ◈ সাগর রক্ষায় জাপানের সঙ্গে চুক্তি, মহেশখালীতে হবে আদর্শ মৎস্যগ্রাম ◈ যে কারণে খামেনিকে ধরতে গিয়ে নাস্তানাবুদ হতে পারে মার্কিন বাহিনী ◈ তিন দেশের সমন্বয়ে গড়ে উঠছে নতুন ‘ইসলামিক ন্যাটো’ ◈ সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৮:৩২ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২৬, ১২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে দেশের টুর্নামেন্ট, সিদ্ধান্তও তাদেরই, আইসিসির কিছু করার নেই: সাকিব

২০২৬ বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি না, সে নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। এই অনিশ্চয়তার শুরু হয় চলতি মাসের শুরুতে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হলে। সম্প্রতি এই ইস্যুতে মুখ খুলেছেন সাকিব আল হাসান। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন মোস্তাফিজের বাদ পড়াটা দুঃখজনক।

এবারের আইপিএল নিলাম থেকে ৯.২০ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। তবে উগ্রবাদীদের হুমকির পর বিসিসিআইয়ের নির্দেশে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় কেকেআর।  

এই বিষয়ে সাকিব বলেন, ‘অবশ্যই একজন একজন খেলোয়াড়ের দিক থেকে তো এটা খুবই হতাশাজনক। এরকম একটা বড় নিলাম হওয়ার পর খেলতে না পারা অবশ্যই দুঃখজনক একটা বিষয়।’

এরপরই সাকিব জানান, এই বিষয়ে বিসিবি বা আইসিসির কিছু করার ছিল না। তিনি বলেন, ‘এটা যে দেশে টুর্নামেন্ট হয় ঐ দেশেরই নিয়ম চলে। তাদের যখন যেটা ইচ্ছা করতে পারে। বিপিএলেও যদি দেখেন, জানি না সব রুলস রেগুলেশন পড়া আছে কি না… চুক্তির সময় এমন দেওয়া থাকে। বিসিবির অথোরিটি থাকবে যেকোনো সময় যেকোনো রুলস পরিবর্তন করার, যদি প্রয়োজন হয়। এরকম থাকে আমি যতদূর জানি। সে জায়গা থেকে মুস্তাফিজের কিছু করার ছিল না। মুস্তাফিজের কিছু করার নেই। এমনকি বিসিবিরও নেই, আইসিসিরও নেই।’

তবে বিসিসিআই বিষয়টাকে ভালোভাবে সামলাতে পারত বলে জানান সাকিব। তিনি বলেন, ‘যেহেতু এটা একটা ডমেস্টিক টুর্নামেন্ট। এখানে অন্য কারও হাত দেওয়ার ক্ষমতা নাই। এখানে তাদের যা ইচ্ছা করতে পারে। সেটা একটা দিক। দ্বিতীয়ত আমি মনে করি এটা ভালোভাবে হ্যান্ডেল করা যেত। সেটা কেন করেনি তা তাদের বিষয় বা তারাই ভালো বলতে পারবে। তবে মুস্তাফিজের জন্য খুবই হতাশাজনক।’ সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়