স্পোর্টস ডেস্ক : নেদারল্যান্ডস নারী দলের বিপক্ষে টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। নেপালের কীর্তিপুরে ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ জয় পায় ২৬ রানে।
টস জিতে নেদারল্যান্ডস বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালে শুরুতেই বিপাকে পড়ে টাইগ্রেসরা। দুই ওপেনার দ্রুত ফিরে গেলে চাপের মুখে পড়ে দল। তবে এরপর দায়িত্বশীল ব্যাটিংয়ে ইনিংস সামাল দেন সোবহানা মোস্তারি ও অধিনায়ক নিগার সুলতানা। ---- ডেইলি ক্রিকেট
দুজনের গড়া গুরুত্বপূর্ণ জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা ৫১ বলে অপরাজিত ৭৫ রান করেন, আর সোবহানা মোস্তারি খেলেন ধীরস্থির ৫৯ রান (৫৮ বল)। তাদের দৃঢ় জুটিতে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৫১ রান তোলে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস শুরু থেকেই ছন্দ খুঁজে পায়নি। নিয়মিত উইকেট হারিয়ে তারা থামে ৭ উইকেটে ১২৫ রানে। দলের পক্ষে স্টেরে ক্যালিস সর্বোচ্চ ২৩ বলে ৩১ রান করেন, আর ফিবি মলকেনবোয়ার যোগ করেন ২৪ বলে ২৮ রান।
বাংলাদেশের বোলারদের মধ্যে রাবেয়া খান দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৩টি উইকেট নেন, আর রিতু মনি শিকার করেন ২টি উইকেট। সব মিলিয়ে প্রস্তুতি ম্যাচে আত্মবিশ্বাসী এক জয় তুলে নেয় বাংলাদেশ নারী দল।