শিরোনাম
◈ আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি ◈ বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও বাংলাদেশি ড. সাইদুর রহমান ◈ বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ◈ জাপা-এনডিএফ প্রার্থীদের প্রার্থীতা কেন অবৈধ নয়: ইসির কাছে হাইকোর্টের ব্যাখ্যা তলব ◈ সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠক ইসির ◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ০৭:২৪ বিকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আবার ক্রিকেট মাঠে মৃত্যু, এবার মারা গেলেন রঞ্জি ট্রফিতে খেলা মিজোরামের ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক :  ক্রিকেট মাঠে আবার মৃত্যু। বৃহস্পতিবার (৮ জানুয়া‌রি)একটি স্থানীয় ক্রিকেট ম্যাচ চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়েন মিজোরামের রঞ্জি ট্রফির প্রাক্তন ক্রিকেটার কে লালরেমরুয়াটা। বয়স হয়েছিল ৩৮। আইজলের কাছে মাউবকের বাসিন্দা। 

সাইরাং রেল স্টেশনের কাছে সুয়াকা ক্রিকেট গ্রাউন্ডে খালিদ মেমোরিয়ালের দ্বিতীয় ডিভিশন স্ক্রিনিং টুর্নামেন্টে ভেঙ্গনুয়াই রাইডার্স ক্রিকেট ক্লাবের হয়ে খেলছিলেন তিনি। মিজোরামের ক্রিকেট অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ম্যাচ চলাকালীন স্ট্রোক হয় তাঁর। সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা শুরু হলেও তাঁকে ফেরানো যায়নি।

ছাওয়ানপুই আইএলমভ সিসির বিরুদ্ধে ম্যাচ ছিল। খেলা চলতে চলতেই আচমকা মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে মাঠেই তাঁর শুশ্রূষা শুরু হয়। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। তাঁর পরিবারের জন্য সমবেদনা জানায় মিজোরাম ক্রিকেট অ্যাসোসিয়েশন। জানানো হয়, তাঁদের রাজ্যের ক্রিকেটের জন্য বড় ক্ষতি। একটি বিবৃতিতে মিজোরাম ক্রিকেট অ্যাসোসিয়েশন জানায়, 'আমাদের প্রার্থনা ওর পরিবারের সঙ্গে আছে। আশা করব ভগবান ওদের পাশে থাকবে।

লালরেমরুয়াটা রঞ্জি ট্রফিতে দু'বার মিজোরামকে প্রতিনিধিত্ব করেছে। সাতবার সৈয়দ মুস্তাক আলিতে খেলেন। ২০১৮ সালে মেঘালয়ের বিরুদ্ধে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়। ২০২২ সালে নাগাল্যান্ডের বিরুদ্ধে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেন। মিজোরামের স্থানীয় ক্রিকেটেও পরিচিত নাম। 

একাধিক ক্লাবের হয়ে খেলেছেন। সিনিয়র টুর্নামেন্ট কমিটির সদস্য ছিলেন। তৃণমূল পর্যায় খেলাকে ছড়িয়ে দিতে সাহায্য করেন। তাঁর মৃত্যুতে সমবেদনা জানায় বিসিসিআইও। বোর্ডের একটি বিবৃতিতে বলা হয়েছে, 'কে লালরেমরুয়াটার মৃত্যুতে আমরা শোকাহত। তিনি রঞ্জি ট্রফি এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মিজোরামের প্রতিনিধিত্ব করেন। 

বিসিসিআই তাঁর পরিবার, আত্মীয়-স্বজন এবং বন্ধু বান্ধবদের প্রতি সমবেদনা জানায়।' বোর্ডের এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়। মিজোরামের স্পোর্টস এবং ইউথ সার্ভিসেসের মন্ত্রী লালনিংলোভা হামার ক্রিকেটারের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন। ঘটনার পর অসম ক্রিকেট সংস্থা বৃহস্পতিবারের সমস্ত ম্যাচ বাতিল করে দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়