শিরোনাম
◈ আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি ◈ বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও বাংলাদেশি ড. সাইদুর রহমান ◈ বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ◈ জাপা-এনডিএফ প্রার্থীদের প্রার্থীতা কেন অবৈধ নয়: ইসির কাছে হাইকোর্টের ব্যাখ্যা তলব ◈ সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠক ইসির ◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ০৬:৪২ বিকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ইংল‌্যা‌ন্ডের মঈন আলী বল‌লেন, বাংলাদেশে ভালো ক্রিকেটার আছে, ত‌বে বিশ্বমানের নেই 

স্পোর্টস ডেস্ক : বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলতে এসেছেন মঈন আলী। এর আগেও বিপিএলে কয়েকবার খেলে গেছেন তিনি। তবে এবারই প্রথম খেলছেন শ্বশুরবাড়ির অঞ্চল সিলেটের হয়ে। আজ (১০ জানুয়ারি) বিশ্রামের দিনে টিম হোটেলে সিলেটের হয়ে খেলা, বিপিএলের অভিজ্ঞতা এবং বাংলাদেশ ক্রিকেট নিয়ে বিস্তর আলোচনা করেছেন মঈন।

বাংলাদেশের ক্রিকেট প্রসঙ্গে কথা বলতে গিয়ে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের কথা টেনে আনেন মঈন। তার মতে, তামিম-সাকিব দুজনই ছিলেন মানসিকভাবে শক্ত এবং বিশ্বমানের ক্রিকেটার। এমন দুজন খেলোয়াড়কে দীর্ঘদিন দলে পাওয়ায় বাংলাদেশকে ভাগ্যবানও মনে করেন তিনি। --- সময়‌নিউজ

মঈন বলেন, 'আগে বাংলাদেশের ২-৩ জন বিশ্বমানের ক্রিকেটার ছিল। সাকিব- তামিম, দুজনেই বড় মাপের ছিলেন। শুধু বিশ্বমানের ক্রিকেটারই না, তারা দুর্দান্ত ক্যারেক্টার ছিলেন। তারা লড়াকু ছিলেন এবং যেভাবে তারা খেলেছে, সেই হিসেবে তারা মানসম্মত খেলোয়াড় ছিলেন। বাংলাদেশ ভাগ্যবান যে তাদের মতো দুজন ক্রিকেটারকে বছরের পর বছর পেয়েছে।

সাকিব-তামিমের বিদায়ের পর বাংলাদেশে আর বিশ্বমানের ক্রিকেটার তৈরি হয়নি বলে মনে করেন মঈন, 'বাংলাদেশে এখনও ভালো মানের ক্রিকেটার আছে। কিন্তু ওই (সাকিব-তামিম) মানের নেই। এটাই বাংলাদেশের সমস্যা। একটা পর্যায় পর্যন্ত তাদের ভালো ক্রিকেটার আছে। কিন্তু বাংলাদেশের এখন বিশ্বমানের ক্রিকেটার নেই।'

এখনকার দলে মুস্তাফিজুর রহমানকে বিশ্বমানের ক্রিকেটার মনে করেন মঈন, তবে সাকিব-তামিমদের সময়ে যে দলীয় সমর্থনটা ছিল সেটার এখন অভাব আছে বলেও মনে করেন তিনি।

মঈন বলেন, 'ফিজ বিশ্বমানের ক্রিকেটার, কিন্তু সেই সেই সময়ে খেলত। দলে আপনার এমন (সাকিব-তামিমের মতো) ক্যারেক্টার ও লড়াকু খেলোয়াড় প্রয়োজন। বাংলাদেশ সেটারই অভাব বোধ করছে।

বাংলাদেশ ক্রিকেটের সামগ্রিক উন্নতি নিয়ে মঈন বলেন, 'বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হয়েছে কিন্তু সেই অর্থে উন্নতি হয়নি। বিশেষ করে মানসিক দিক থেকে। তারা দুজন (সাকিব-তামিম) মানসিক দিক থেকে বেশ শক্তিশালী ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়