শিরোনাম
◈ রাজধানীতে মিরপুরে আতশবাজির ফুলকি থেকে ভবনে আগুন ◈ শোকের মাঝেও উৎসব: রাজধানীতে আতশবাজি–ফানুসে নববর্ষ বরণ ◈ যখন শেখ হাসিনার মুক্তি চেয়েছিলেন খালেদা জিয়া ◈ শুরু হলো ইংরেজি নতুন বর্ষ ২০২৬ ◈ নববর্ষের অঙ্গীকার হবে—অবাধ, সুষ্ঠু নির্বাচনে জবাবদিহিমূলক সরকার গঠন: তারেক রহমান ◈ খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা, যা লেখা আছে এতে ◈ বেনাপোল কাস্টমস কমিশনারসহ ১৭ কমিশনার বদলি ◈ বেগম খালেদা জিয়ার কফিন বহন করলেন তিন আলেম: আজহারী, আহমাদুল্লা ও মামুনুল হক ◈ বেগম খালেদা জিয়া: ক্ষমতা ও প্রতিরোধের জীবন ◈ রয়টার্সকে দেয়া সাক্ষাৎকার: ভারতীয় কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমীর

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৫:৩১ বিকাল
আপডেট : ০১ জানুয়ারী, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

স্থগিত হওয়া বিপিএলের ম্যাচগুলো হবে রোববার

স্পোর্টস ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে স্থগিত করা বিপিএলের মঙ্গলবারের ম্যাচগুলো বুধবার অনুষ্ঠিত হওয়ার বিষয়টি টুর্নামেন্টের অফিসিয়াল ফেইসবুক পেইজে জানানো হয়েছিল। তবে সেই সিদ্ধান্ত বাতিল করে পরবর্তীতে বিসিবি জানিয়েছে, স্থগিত হওয়া ম্যাচগুলো মাঠে গড়াবে আগামী রোববার।

মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। এর কয়েক ঘণ্টা পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সেদিন সিলেটে অনুষ্ঠিত হতে যাওয়া সিলেট টাইটান্স-চট্টগ্রাম রয়্যালস এবং রংপুর রাইডার্স-ঢাকা ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ দুটি স্থগিতের বিষয়টি জানায়।

খালেদা জিয়ার মৃত্যুতে সরকারের তরফ থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার পাশাপাশি বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

এই কারণে মঙ্গলবার রাতে বিসিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে স্থগিত হওয়া ম্যাচ দুটি বুধবার আয়োজন না করার সিদ্ধান্তের কথা জানানো হয়। এছাড়া ম্যাচ দুটির পরিবর্তিত সূচি জানিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোকে আগে যে মেমো দেওয়া হয়েছিল, তা বাতিল করার কথা বলা হয়।

আগামী রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই সিলেট টাইটান্স-চট্টগ্রাম রয়্যালস এবং রংপুর রাইডার্স-ঢাকা ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ও শুক্রবারের ম্যাচগুলোর সূচি আগের মতোই থাকবে।

এবারের আসরের সিলেট পর্ব শেষ হওয়ার কথা ছিল শুক্রবারই। অন্যদিকে চট্টগ্রাম পর্ব শুরু হওয়ার কথা ছিল সোমবার। কিন্তু সিলেট পর্ব এখন রোববার শেষ হওয়ায় তা পিছিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। বিসিবি জানায়, পরিবর্তিত নতুন সূচি পরে জানানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়