স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বৈশ্বিক এ টুর্নামেন্টে দেশটিকে নেতৃত্ব দেবেন রশিদ খান।
দলে ফিরেছেন অলরাউন্ডার গুলবাদিন নাইব ও ডানহাতি পেসার নাভিন উল হক। চোটের কারণে দলের বাইরে ছিলেন নাভিন। স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন শাহিদুল্লাহ কামাল ও মোহাম্মদ ইসাক।
সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি সিরিজে দলের বাইরে থাকা ফজল হক ফারুকি আছেন বিশ্বকাপ স্কোয়াডে। এছাড়াও তরুণ পেসার আব্দুল্লাহ আহমদজাইকেও রাখা হয়েছে দলে। ---- ডেইলি ক্রিকেট
আফগানিস্তান জাতীয় দলে ফিরেছেন রহস্য স্পিনার মুজিব উর রহমান। তার ফেরায় জায়গা হারিয়েছেন গাজানফার। তার সাথে রিজার্ভ তালিকায় আছেন, ইজাজ আহমদজাই ও জিয়া উর রহমান শরিফি।
আগামী বছরের ৭ ফেব্রুয়ারী ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। মূলত বিশ্বকাপের প্রস্তুতি নিতেই ক্যারিবিয়ানদের বিপক্ষে খেলবে আফগানরা। ম্যাচগুলো আফগানিস্তানের হোস্টিংয়ে সংযুক্ত আরব আমিরাতে ১৯ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
আফগানিস্তান স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ ইসহাক, সেদিকুল্লাহ আতাল, দারবিশ রসুলি, শাহিদুল্লাহ কামাল, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি, নূর আহমদ, মুজিব উর রহমান, নাভিন উল হক, ফজল হক ফারুকি ও আবদুল্লাহ আহমদজাই