শিরোনাম
◈ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে আজ: সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ সিলেট পৌঁছেছেন তারেক রহমান ◈ আজ রাজধানীতে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা ◈ হাদি হত্যাকাণ্ডের পর নিরাপত্তা শঙ্কা: গুরুত্বপূর্ণ ১২৭ নেতা নিরাপত্তা ঝুঁকিতে ◈ ৩০০ ফিট ও কুড়িল এলাকায় জনসমাগম, প্রস্তুত ১৭ অ্যাম্বুলেন্স ◈ ১৭ বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তন: কনকনে শীত উপেক্ষা করে সূর্যোদয়ের আগেই পূর্বাচলে মানুষের ঢল (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের নতুন নির্দেশনা হাইকোর্টের ◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ ◈ হঠাৎ করে ওএমএসের চাল-আটা বিক্রি বন্ধ, বিপাকে দরিদ্র মানুষেরা ◈ দেশে ফিরতে সপরিবারে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৫, ১১:০৭ দুপুর
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এবা‌রের বি‌পিএ‌লে ঢাকা ক্যাপিটালস বাজিমাতের দল

স্পোর্টস ডেস্ক : বিপিএলে ঢাকা ফ্র্যাঞ্চাইজি মানেই ছিল নাটকীয়তা! একেক সংস্করণে একেক স্বত্বাধিকারী। ২০২৫ বিপিএল থেকে ঢাকা ক্যাপিটালস প্রসাধনী পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান রিমার্ক হারলানের দল হিসেবে পরিচিতি পেয়েছে। সবশেষ সংস্করণে একদমই সুবিধা করতে পারেনি তারা—৩ জয় ও ৯ হারে বিদায় নেয় লিগ পর্বে। ইংলিশ কোচ টবি রেডফোর্ডের নেতৃত্ব এবার অভিজ্ঞ-তারুণ্যে গোছানো দল ঢাকা। ---- টি স্পোর্টস

সাকিব আল হাসানের (১৪৯) পর বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তাসকিন আহমেদ খেলবেন ঢাকায়। পেসারদের মধ্যে সবচেয়ে বেশি ৮৯ ইনিংসে ১২৭ উইকেট তাঁর। দুর্বার রাজশাহীর হয়ে গত বিপিলে সর্বোচ্চ উইকেটও ছিল তাসকিনের নামের পাশে। 

টুর্নামেন্টের ইতিহাস সেরা বোলিং স্পেল—১৯ রানে ৭ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান। নিয়েছিলেন সর্বোচ্চ ২৫ উইকেট। ‘এক্স-ফ্যাক্টর’ তাসকিন বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন ঢাকা ক্যাপিটালসকে। 

ঢাকার শক্তির জায়গা দুর্দান্ত টপ অর্ডার। ছন্দে থাকা সাইফ হাসানের সঙ্গে টি-টোয়েন্টির ফেরিওয়ালা অ্যালেক্স হেলস। ৩৬ বছর বয়সী ইংলিশ ক্রিকেটারের সামনে সুযোগ ক্রিস গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে রানের রাজা হওয়ার। তাঁদের সঙ্গে পাকিস্তানের উইকেটক্ষক-ব্যাটার উসমান খান। 

পাকিস্তানের শ্রীলঙ্কা সফর রয়েছে বিপিএলের মাঝপথে। তবে শেষ মুহূর্তে আফগান উইকেটরক্ষক-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজকে দলে ভিডিয়ে তুলোধুনো করে দেওয়ার মতো টপ অর্ডার গড়েছে ঢাকা।

মিডল অর্ডারে শামীম হোসেন, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন, আরিফ হোসাইন। ঢাকার কিছুটা দুর্বলতা মিডল অর্ডারে, টি-টোয়েন্টি মান বিবেচনায় দুর্বল ব্যাটিং গভীরতা। যাঁরা আছেন টি-টোয়েন্টি ক্রিকেটে অনিয়মিত। এর মধ্যেও দাসুন শানাকা, আব্দুল্লাহ আল মামুন ও ইরফান শুক্কুর চমক হতে পারেন।

বোলিংয়ে তাসকিনের সঙ্গে বিপিএলের আরেক সেরা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন জুটি গড়বেন। তাঁদের সঙ্গে তরুণ মারুফ মৃধা। স্পিন আক্রমণে তাইজুল ইসলামের সঙ্গে ইমাদ ওয়াসিম ও আফগান জুবাইরউল্লাহ আখবারি। 

ঢাকার শক্তির জয়গা টপ অর্ডার ও পেস বোলিং আক্রমণ। ভুগতে পারে স্পিন ও আস্থার মিডল অর্ডারের অভাবে। প্রথম স্পেলে তাসকিন-সাইফউদ্দিন ভালো করলেও, ডেথ ওভার বিপরীতি চিত্রও দেখা যেতে পারে।

কোচ: টবি রেডফোর্ড।

দল: তাসকিন আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস, উসমান খান, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, নাসির হোসেন, ইমাদ ওয়াসিম, আরিফ হোসাইন, শেয়ার আলী, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর, আবদুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জায়েদ উল্লাহ, মঈনুল ইসলাম, দাসুন শানাকা, জুবাইরউল্লাহ আখবারি।

নজর থাকবে: তাসকিন আহমেদ, সাইফ হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়