শিরোনাম
◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’ ◈ অজিত দোভালের সঙ্গে ড. খালিলের সৌজন্য সাক্ষাৎ, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা ◈ আওয়ামী লীগের ভবিষ্যৎ কোনদিকে, শেখ হাসিনার ফাঁসি হলে কি হবে? ◈ মিজানুর রহমান আজহারীর প্রার্থিতার ব্যাপারে যে তথ্য দিল জামায়াত ◈ সিন্ডিকেটের ঝুঁকি—মালয়েশিয়ার শর্ত শিথিলের অনুরোধ বাংলাদেশ সরকারের ◈ অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে কিনা, স্পষ্ট করলেন ফয়েজ তৈয়্যব

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ০৬:১১ বিকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আয়ারল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিমের উপলক্ষ্যটাকে স্মরণীয় করে রাখার অপেক্ষা বাড়ল। সেঞ্চুরির পথে থাকা এই ব্যাটার ও লিটন দাসের ব্যাটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে আছে বাংলাদেশ।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের প্রথম দিনের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ২৯৩ রান। --- অলআউট স্পোর্টস

মুশফিক ৯৯ ও লিটন ৪৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। পঞ্চম উইকেটে এই দুই ব্যাটার এখন পর্যন্ত যোগ করেছেন ৯০ রান।

মুশফিকের শততম টেস্টের মাইলফলককে স্মরণীয় করে রাখতে ম্যাচ শুরুর আগে বিসিবির তরফ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

টস জিতে ব্যাটিংয়ে নেমে দলকে দারুণ শুরু এনে দেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। ৩৫ রান করা সাদমানকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ৫২ রানের উদ্বোধনী জুটি ভাঙেন অ্যান্ডি ম্যাকব্রাইন।

এরপর আইরিশ স্পিনে চাপের মধ্যে পড়ে রান তুলতে হিমশিম খান ব্যাটাররা। ম্যাকব্রাইনকে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে মিড-অফে ক্যাচ দিয়ে ফেরেন জয় (৩৪)। এরপর ম্যাকব্রাইনকে ছক্কা হাঁকানোর পরের বলেই বোল্ড হয়ে ৮ রান করে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।

মুমিনুল হককে নিয়ে মধ্যাহ্ন ভোজের বিরতির আগে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে টেনে তোলেন মুশফিক। তবে এক্ষেত্রে অবদান আছে আইরিশ ফিল্ডারদেরও। ব্যক্তিগত ২৩ ও ৪৯ রানে জীবন পান মুমিনুল। ২২ রানে থাকা মুশফিকের ক্যাচ গ্লাভসবন্দি করতে পারেননি উইকেটকিপার লরকান টাকার।

দুটি জীবন পেলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন মুমিনুল। চা বিরতির পর দ্বিতীয় ওভারেই সাজঘরের পথ দেখেন। ৬৩ রান করা এই ব্যাটারকে ফিরিয়ে ১০৭ রানের জুটি ভাঙেন ম্যাকব্রাইন।

দিনের বাকিটা সময় কোনো লিটনকে নিয়ে কোনো বিপদ ছাড়াই পার করেন মুশফিক। ক্রিজে এসে শুরুতে আগ্রাসী মেজাজে দ্রুত রান তোলা লিটন পরবর্তীতে টেস্ট মেজাজে ব্যাটিং করেন।

দিনের শেষ ওভারের পঞ্চম বলে নিজের প্রিয় স্লগ সুইপে চার মারার চেষ্টা করলেও সেখান থেকে এক রান নিতে পারেন মুশফিক। ফলে মাইলফলকের ম্যাচে তিন অঙ্ক স্পর্শের জন্য অপেক্ষা বাড়ল তার। সেঞ্চুরি করতে পারলে টেস্ট ইতিহাসের একাদশ ব্যাটার হিসেবে শততম টেস্টে শতক হাঁকানোর কীর্তি গড়বেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়