শিরোনাম
◈ গাজীপুর-৬ আসন পূর্ণ বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ◈ উত্তরার জসিমউদ্দিনে মাইক্রোবাসে আগুন ◈ বাংলাদেশে নতুন উগ্রবাদী ঘাঁটি তৈরি করছে জামায়াত, মেডিকেল শিক্ষার্থীদের টার্গেট করছে সংগঠন: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্ধ বি‌লিয় ডলার ব‌্যয়ে গাজায় বিশাল সেনা-ঘাঁটি তৈ‌রির প‌রিকল্পনা  আ‌মে‌রিকার, হাজার হাজার সেনা পাঠানোর উদ্যোগ ◈ রাতভর সন্ত্রাসী‌দের তাণ্ডব, বৃহস্প‌তিবার লকডাউন রুখে দি‌তে প্রস্তুত পুলিশ, কী করবে আওয়ামী লীগ?  ◈ আওয়ামী লীগকে নিয়ে রাজনীতিতে ফের অস্থিরতা ◈ বাজি কেলেঙ্কারিতে তুর‌স্কে ১ হাজার ২৪ ফুটবলার নিষিদ্ধ ◈ ফ্রান্সকে হারিয়ে বিশ্বকা‌পে উগান্ডার ইতিহাস  ◈ ঢাকা-সহ আশপাশের জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ দ্বিতীয় দিনে ২.২ ওভার টিকল আয়ারল্যান্ড, ইনিংস শেষ ২৮৬ রানে

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০৬:২৬ বিকাল
আপডেট : ১১ নভেম্বর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভারতের এশিয়া কাপের দলে ১৪ বছ‌রের বৈভব, চলতি মাসেই পাকিস্তানের বিরুদ্ধে খেলার সম্ভাবনা

স্পোর্টস ডেস্ক : ভারতের রাইজ়িং এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছে বৈভব সূর্যবংশী। জিতেশ শর্মার নেতৃত্বে ১৫ জনের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানেই জায়গা পেয়েছে বৈভব। কিছু দিন আগেই বিহারের রঞ্জি ট্রফির দলে জায়গা পেয়েছিল সে। এ বার আরও একটি দলে বিহারের ১৪ বছরের ক্রিকেটার।

ভারতীয় ক্রিকেটে গত এক বছরে উল্কার গতিতে উত্থান হয়েছে বৈভবের। গত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে সাতটি ম্যাচে ২৫২ রান করেছে সে। তার মধ্যে একটি শতরানও রয়েছে। --- আনন্দবাজার

ভারতের অনূর্ধ্ব-১৯ ও ‘এ’ দলের হয়েও ভাল খেলেছে বৈভব। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫২ বলে শতরান রয়েছে তার। যুব এক দিনের ম্যাচে এটি দ্রুততম শতরান। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৬ বলে ১১৩ রানের ইনিংসও রয়েছে বৈভবের। ভাল খেলার পুরস্কার পেয়েছে বৈভব। এ বার রাইজ়িং এশিয়া কাপে খেলবে সে।

প্রতিযোগিতায় ভারত রয়েছে গ্রুপ বি-তে। সেই গ্রুপের বাকি তিনটি দল পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান। ১৪ নভেম্বর আমিরশাহির বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের। ১৬ নভেম্বর পাকিস্তান ও ১৮ নভেম্বর ওমানের বিরুদ্ধে খেলবে ভারত। অর্থাৎ, দেশের জার্সিতে পাকিস্তানের বিরুদ্ধে খেলার সম্ভাবনা রয়েছে বৈভবের।

রাইজ়িং এশিয়া কাপে ভারতীয় দল—

প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, নেহাল ওয়াধেরা, নমন ধির (সহ-অধিনায়ক), সূর্যাংশ শেরগে, জিতেশ শর্মা (অধিনায়ক), রমনদীপ সিংহ, হর্ষ দুবে, আশুতোষ শর্মা, যশ ঠাকুর, গুরজপনীত সিংহ, বিজয় কুমার বৈশাক, যুধবীর সিংহ চরক, অভিষেক পোড়েল, সুযশ শর্মা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়