শিরোনাম
◈ বাংলাদেশে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কাজ করতে দেওয়া হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের শঙ্কা ◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ১১:১৪ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিসিবি আদালত অবমাননা ক‌রে‌ছে: চিটাগং কিংস

সামির কাদের চৌধুরি, চিটাগং কিংসের ফ্রাঞ্চাই‌জি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পেতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৃহস্পতিবার আলোচনায় বসেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিদের কাছে বিভিন্ন বিষয়ে স্পষ্টভাবে জানতে চেয়েছেন। বিশেষ করে তাদের লক্ষ্য ও উদ্দেশ্যের কথা।

এর আগেই জানা গেছে ১১টি প্রতিষ্ঠান বিপিএলে দল পেতে আগ্রহ দেখিয়েছেন। এর মধ্যে এই আলোচনায় ৯টি প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানিয়েছিল বিসিবি। এর মধ্যে ছিল না চিটাগং কিংস। বিপিএলের অন্যতম পুরাতন এই ফ্র্যাঞ্চাইজিটি এবারও চট্টগ্রামের দল পেতে আগ্রহ প্রকাশ করেছে।

সভায় ডাক না পেয়ে উল্টো তারা আদালত অবমাননার অভিযোগ তুলেছে বিসিবির বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। চিটাগং কিংসকে আমন্ত্রণ না জানানোর ব্যাখ্যা দিয়ে বিসিবির পক্ষ থেকে যা বলা হয়েছে তাও প্রত্যাখ্যান করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

তারা বিজ্ঞপ্তিতে লিখেছে, 'আজ (বৃহস্প‌তিবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ টুর্নামেন্টে অংশগ্রহণে আগ্রহী সকল ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে একটি পরিচিতি সভার আয়োজন করে। 

তবে উক্ত সভা থেকে অন্যায়ভাবে চিটাগাং কিংস ফ্র্যাঞ্চাইজিকে বাদ দেওয়া হয়। বিসিবির পক্ষ থেকে গণমাধ্যমে জানানো হয়েছে যে, এস কিউ স্পোর্টস এন্টারপ্রাইজ লি. নির্ধারিত ফ্র্যাঞ্চাইজি ফি’র পে-অর্ডার জমা দেয়নি, তাই তাদের আমন্ত্রণ জানানো হয়নি। কিন্তু এই বক্তব্য বাস্তবতার পরিপন্থী।'

তারা আরও যোগ করেছে, 'এস কিউ স্পোর্টস ইতোমধ্যে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ইফতেখার রহমান মিঠুর সঙ্গে আলোচনা করেছে যে, পূর্ববর্তী বিরোধ নিষ্পত্তির পর ফ্র্যাঞ্চাইজি ফি জমা দেওয়া হবে। এ ছাড়া এস কিউ স্পোর্টস আনুষ্ঠানিকভাবে বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিল বরাবর একটি পত্র এবং হাইকোর্টের আদেশ প্রেরণ করেছে, যেখানে আদালতের নির্দেশনা অনুযায়ী ফি জমা সংক্রান্ত অবস্থান স্পষ্টভাবে জানানো হয়েছে।

এই ঘটনার প্রতি গভীর ক্ষোভ প্রকাশ করে এস কিউ স্পোর্টস আরও জানিয়েছে, 'আমরা সর্বদা বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলকে সম্মান করে এসেছি। তবে চলমান আইনি প্রক্রিয়া উপেক্ষা করে আদালতের আদেশ অমান্য করা অন্যায় ও বেআইনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়