শিরোনাম
◈ বাংলাদেশে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কাজ করতে দেওয়া হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের শঙ্কা ◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ০১:৪৯ রাত
আপডেট : ০১ নভেম্বর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার গান বাজিয়ে 'তেল' দেওয়া হচ্ছে, ১০০ বছরেও নতুন সাকিব আল হাসান পাব কিনা সন্দেহ: আসিফ আকবর (ভিডিও)

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সাকিব।বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম সেরা অ্যাথলেট সাকিব আল হাসান। দীর্ঘ ১৯ বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে নিজের সেরাটা দিয়ে আসছেন এই অলরাউন্ডার। ব্যাট-বলের পারফরম্যান্স দিয়ে বিশ্বের সেরা অলরাউন্ডারও হয়েছিলেন তিনি।তবে ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারছেন না সাকিব।

আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়ে লম্বা সময় ধরে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব ধরে রাখেন সাকিব। তার ক্রিকেট পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই।

ক্রিকেটে পারফরম্যান্সে সাকিব যতটা ভালো, ব্যক্তি সাকিব ততটাই খারাপ। একের পর এক আচরণ ভঙ্গের মতো ঘটনা ঘটিয়ে বিতর্কে জড়ান সাকিব।

শুধু তাই নয়, ক্রিকেট থেকে অবসরের আগে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মাগুরা-১ আসন থেকে সবশেষ জাতীয় নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হয়ে বিতর্কে জড়ান সাকিব।

সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনের তোপের মুখে পড়ে গত বছরের ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতা-কর্মীরা বেকায়দায় পরে যান। বিপাকে পরে যান সাকিব আল হাসানও।

আওয়ামী লীগের দোসর হিসেবে হত্যা মামলার আসামি করা হয় সাকিবকে। গ্রেফতার এড়াতে পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে সময় কাটান সাকিব। যে কারণে জাতীয় দল থেকে অবসর না নিলেও জাতীয় দলের বাইরে থাকেন তিনি।

সাকিবের ক্রিকেট ক্যারিয়ারের প্রশংসা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির নতুন চেয়ারম্যান আসিফ আকবর বলেছেন, ‘সাকিবের ব্যক্তিত্ব, ব্যক্তিগত ইস্যুগুলো ওর ব্যাপার। ব্যক্তিগতভাবে খারাপ কি ভালো সেটা অন্য ইস্যু। সেটার জন্য কোর্ট, সমাজ আছে। একজন খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসান বাংলাদেশের ব্র্যান্ড।

ব্যক্তিগতভাবে খারাপ কি ভালো সেটা অন্য ইস্যু। সেটার জন্য কোর্ট, সমাজ আছে। একজন খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসান বাংলাদেশের ব্র্যান্ড। আগামী ১০০ বছরে একটা সাকিব পাব কি না, আমরা জানি না। তবে সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান।

কন্ঠশিল্পী আসিফ আকবর বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ারেম আরও বলেন, আগামী ১০০ বছরে একটা সাকিব পাব কি না, আমরা জানি না। তবে সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়