শিরোনাম
◈ বাংলাদেশে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কাজ করতে দেওয়া হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের শঙ্কা ◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ১২:৩৯ রাত
আপডেট : ০১ নভেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

অ‌স্ট্রেলিয়ার সর্বোচ্চ রান তাড়া করে নারী বিশ্বকাপের ফাইনালে ভারত

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার ৩৩৮ রান টপকে বিশ্বরেকর্ড গড়লো ভারত। এই অবিশ্বাস্য ও দুঃসাহসিক কাজটাই করে দেখিয়েছেন জেমিমা রদ্রিগেজ। ডানহাতি এই ব্যাটারের অপরাজিত সেঞ্চুরিতে ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে ৫ উইকেটে জিতল ভারত।

গতকাল ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা। ইংলিশ মেয়েদের বিপক্ষে ১২৫ রানের বড় জয় তুলে লরা উলভার্টরা। আজ হারমানপ্রীতদের জয় নিশ্চিত হওয়ায় তৃতীয়বারের মতো ফাইনালে উঠল ‘ব্লুজ’রা। ফলে বিশ্বকাপ দেখবে নতুন চ্যাম্পিয়ন। ---‌টি স্পোর্টস

নবি মুম্বাইয়ে বৃহস্প‌তিবার টস জিতে ব্যাটিংয়ে নেমে নারী বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রান তোলে অস্ট্রেলিয়া। তাদের সেই লক্ষ্য ৯ বল ও ৫ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় ভারত।

শুরুর দিকেই বিপাকে পড়ে ভারত। সুনিপুণ দক্ষতায় পরিস্থিতি সামাল দেন জেমিমা রদ্রিগেজ ও হারমানপ্রীত কৌর। দুজন মিলে তৃতীয় উইকেটে গড়েন ১৬৭ রানের জুটি। হারমান ব্যক্তিগত ৮৯ রানে ফিরলে খানিকটা চাপ তৈরি হয়।

লক্ষ্যের পথে রদ্রিগেজ পরে আরও তিনটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন — দিপ্তি শর্মার সঙ্গে ৩৮ রানের এবং রিচা ঘোষের সঙ্গে ৪০ রানের। শেষদিকে আমনজোত কৌরের সঙ্গে জুটি গড়ে সব হিসাব চুকিয়ে দেন তিনি।

রদ্রিগেজ ১২৭ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন। প্রায় ২০০ মিনিট ক্রিজে থেকে হাঁকান ১৪টি বাউন্ডারি। যদিও ইনিংসে দু’বার ক্যাচের সুযোগ দিয়েও ভাগ্যবানভাবে বেঁচে যান তিনি।

এর আগে অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম সেঞ্চুরি করে রেকর্ড গড়েন তরুণ ওপেনার ফিবি লিচফিল্ড। দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাত্র ৭৭ বলে সেঞ্চুরি করেন বাঁহাতি এই ব্যাটার। ভেঙে দেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর ও ইংল্যান্ডের ন্যাট স্কিভার-ব্রান্টের ৯০ বলে সেঞ্চুরির রেকর্ড।

২২ বছর ১৯৫ দিনে সেঞ্চুরি করে নকআউট পর্বে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করা ক্রিকেটার হন লিচফিল্ড। অস্ট্রেলিয়ার ইতিহাসে দ্বিতীয় কম বয়সী ক্রিকেটার হিসেবে এটি তাঁর প্রথম বিশ্বকাপ সেঞ্চুরি। 

অধিনায়ক অ্যালিসা হিলি ও অ্যাশলি গার্ডনার— দুজনই অর্ধশতক করেন। হিলি খেলেন ৭৭ রানের ইনিংস, আর গার্ডনারের ব্যাট থেকে আসে ৬৩ রান। সব মিলিয়ে অস্ট্রেলিয়া তোলে বিশাল ৩৩৮ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়