শিরোনাম
◈ বাংলাদেশে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কাজ করতে দেওয়া হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের শঙ্কা ◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ১১:৪৯ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

নেপা‌লের কা‌ছে হোয়াইটওয়াশ হওয়া ও‌য়েস্ট ই‌ন্ডিজ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌তে চায়

স্পোর্টস ডেস্ক :  বাংলা‌দেশ  সফ‌রের আ‌গে ও‌য়েস্ট ই‌ন্ডিজ দুর্বল নেপা‌লের কা‌ছে তিন ম‌্যা‌চের টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জে হোয়াইটওয়াশ হ‌য়ে‌ছি‌লো।

এবার তারা বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজে দাপুটে পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে।

এবার বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চায় ক্যারিবীয়রা। দ্বিতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই লক্ষ্যের কথা জানিয়েছেন ক্যারিবিয়ান ব্যাটার অ্যালিক আথানেজ। সিরিজ নিশ্চিত হয়ে গেলেও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার শেষ ম্যাচেও নিজেদের সেরাটা দিতে চায় ক্যারিবিয়ানরা। --- ক্রিক‌ফ্রেঞ্জি

এ প্রসঙ্গে আথানেজ বলেন, 'হ্যাঁ, উদ্দেশ্য এটাই (হোয়াইটওয়াশ), কিন্তু আমরা কাউকে হালকাভাবে নিচ্ছি না এবং আমরা শুক্রবারে আবার একটি ভালো খেলা উপহার দিতে আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ১৪৯ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। তবে ক্যারিবিয়ান বোলাররা বাংলাদেশকে ১৩৫ রানের বেশি করতে দেয়নি। যদিও এই ম্যাচে একাধিক ক্যাচ মিস করেছে ওয়েস্ট ইন্ডিজ। সেই দায় কাঁধে নিলেও নিজ দলের বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন আথানেজ।

তিনি বলেন, 'আমার মনে হয়েছে আমরা কিছু রান কম করেছি, কিন্তু তা সত্ত্বেও, আমরা দল হিসেবে দায়িত্ব নিয়েছিলাম যাতে আমরা বল হাতে ভালো শুরু করতে পারি। ফিল্ডিং... আজ আমরা মাঠে সেরা ছিলাম না, কিন্তু বোলাররা আবার তাদের জাত চিনিয়েছে এবং উইকেট তুলে নিয়ে তাদের আটকে রেখেছে।

গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদেরকেই হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এই হারের বদলা নেয়ার সুযোগ এবার ক্যারিবিয়ানদের সামনে। সেবার দলে না থাকলেও হোয়াইটওয়াশের সুযোগ হাতছাড়া করবে না ওয়েস্ট ইন্ডিজ এমনটাই নিশ্চিত করেছেন আথানেজ।

তিনি বলেন, 'আমার মনে হয় না আমি তখন দলে ছিলাম, কিন্তু এটা নিশ্চিত যে, যদি আমরা তাদের তিন-শূন্য ব্যবধানে হারানোর সুযোগ পাই, আমরা অবশ্যই সেই সুযোগ নেবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়