শিরোনাম
◈ বাংলাদেশে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কাজ করতে দেওয়া হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের শঙ্কা ◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ০৭:৫৭ বিকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাথানাজে-হোপের ঝড় থামিয়ে ১৫০ রানের লক্ষ্যে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটার অ্যালিক অ্যাথানাজে ও শাই হোপের ঝড় থামিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৫০ রানের লক্ষ্য পেল বাংলাদেশ। 

শুরুতেই তাসকিন আহমেদ উইকেট এনে দিলেও অ্যাথানাজে-হোপ যেভাবে ব্যাটিং করছিলেন তাতে দুই শর কাছাকাছি সংগ্রহ দেখছিল ওয়েস্ট ইন্ডিজ। কেননা দলীয় ১ রানে প্রথম উইকেট হারানো ক্যারিবিয়ানরা ১১ ওভার শেষে রান তুলেছিল ১০৫। উইকেট হারিয়েছিল ওই একটিই।

এর পেছনে অবদান ছিল শতরানের জুটি গড়া আথানাজে-হোপের।

দ্বিতীয় উইকেটে ১০৫ রানের জুটি গড়ার পথে আথানাজে-হোপ দুজনই ফিফটিও তুলে নেন। ব্যাটের ঝড়ের গতি যখন বাড়াবেন ঠিক তখনই জোড়ায় জোড়ায় আঘাত হেনে ক্যারিবিয়ানদের ব্যাটিং অর্ডার ধসিয়ে দেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। শেষ ওভারে জোড়া আঘাত হেনে ম্যাচে বাংলাদেশকে দারুণ এক কামব্যাক দেন মুস্তাফিজুর রহমান।

এতে দুই শ তো দূরের কথা কোনোরকমে দেড় শ লক্ষ্য দেয় প্রতিপক্ষরা। শেষ ৫৪ বলে মাত্র ৪৪ রান নিতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। উইকেট হারিয়েছে ৮টি।

অধিনায়ক হোপের সর্বোচ্চ ৫৫ রানের বিপরীতে ৫২ রান করেছেন আথানাজে।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজ। অন্যদিকে ২টি করে উইকেট নিয়েছেন দুই স্পিনার রিশাদ-নাসুম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়