শিরোনাম
◈ বাংলাদেশে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কাজ করতে দেওয়া হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের শঙ্কা ◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ০৬:২১ বিকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কী হ‌বে আজ? বাংলা‌দেশ সিরিজ সমতায় ফির‌বে না‌কি ও‌য়েস্ট ইন্ডিজ জিত‌বে 

নিজস্ব প্রতিবেদক: কী হ‌বে আজ? বাংলা‌দেশ সি‌রি‌জে সমতা আন‌বে না‌কি ও‌য়েস্ট ই‌ন্ডিজ এক ম‌্যাচ হা‌তে রে‌খে সি‌রিজ জিত‌বে। এই প্রশ্ন‌টি ক্রিকেট প্রেমী‌দের ম‌ধ্যে ঘুরপাক খা‌চ্ছে। 

সকল প্রশ্নের উত্তর মেলা‌তে আজ বুধবার সন্ধ‌্যা ৬টায় তিন ম‌্যা‌চের টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের দ্বিতীয় ম‌্যা‌চে ওয়স্ট ই‌ন্ডি‌জের মু‌খোমু‌খি হ‌বে বাংলা‌দেশ।

ত‌বে প্রথম ম‌্যাচ‌টি ভা‌লো হয়‌নি বাংলাদেশের। ব্যাটারদের ব্যর্থতায় জয় হাতছাড়া হয়েছে প্রথম ম্যাচে। তিন ম্যাচের সিরিজে দ্বিতীয় ম্যাচটি তাই হয়ে ওঠেছে বাঁচা-মরার। সিরিজ বাঁচাতে এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। এ লক্ষ্যে আজ বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

প্রথম টি-টোয়েন্টিতে ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেও মাঝপথে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। পাওয়ার প্লে-তেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় টাইগাররা। শেষ পর্যন্ত ১৪৯ রানেই থামে বাংলাদেশের ইনিংস, হারতে হয় ১৬ রানে।

ম্যাচ শেষে তানজিম হাসান সাকিব যেমনটা বলেছিলেন, ‘আর ব্যাকফুটে যাওয়ার সুযোগ নেই’, সেই কথাই এখন দলের মূল মন্ত্র। সিরিজ বাঁচাতে মানসিক চাপ ঝেড়ে ফেলে মাঠে নামাটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ লাল-সবুজের প্রতিনিধিদের জন্য।

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে ব্যাটারদের রানে ফেরার বিকল্প নেই। বিশেষ করে চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে ব্যাটারদের উপর একটু বেশিই দায়িত্ব থাকে। সেজন্য শুরুর দিকের ব্যাটারদের ভালো একটা শুরু এনে দিতে হবে।

প্রথম ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাসও সেটিই প্রত্যাশা করেছেন। প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা তার।

বিশ্বকাপের আগে বাংলাদেশ আর পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাবে। এই ম্যাচগুলো দিয়েই প্রস্তুতি সারতে হবে আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের। তাই এই ম্যাচগুলোতে বাড়তি নজর থাকবে বাংলাদেশের।

প্রসঙ্গত, এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২০বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে বাংলাদেশের জয় ৮টিতে আর ওয়েস্ট ইন্ডিজের ১০টি ম্যাচে। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়