শিরোনাম
◈ বাংলাদেশে জাকির নায়েকের সম্ভাব্য সফর নিয়ে ভারতের সতর্ক বার্তা ◈ মোহামেডান স্পোর্টিং ক্লাবের উপর ফিফার নিষেধাজ্ঞা ◈ 'আমার সোনার বাংলা আ‌মি তোমায় ভা‌লোবা‌সি', বাংলা‌দে‌শের এই জাতীয় সংগীত নিয়ে ভার‌তে বিতর্ক ◈ ব্রিটেনের রাজার ভাই অ্যান্ড্রু যৌন কেলেঙ্কারি ঘিরে 'প্রিন্স' উপাধি হারাচ্ছেন, ছাড়তে হ‌চ্ছে প্রাসাদও ◈ আসন্ন নির্বাচ‌নে বিএনপি ও মিত্রদের আসন ভাগাভাগিতে বিদ্রোহী প্রার্থীর ঝুঁকি কেন? ◈ ভারত সিরিজে রেকর্ড আয় স‌ত্ত্বেও ক্রিকেট অস্ট্রেলিয়ার ঘাটতি ৭ মিলিয়ন ডলার ◈ ১০ দলের বিপিএলের আসর বস‌বে জানুয়া‌রি‌তে ◈ সংসার যদি নাই করবা তাহলে কবুল কেন বললা, সংসারও করতে হবে: হাসনাত আবদুল্লাহ ◈ ১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক ◈ নতুন হেড কোচ ‌হিসা‌বে অ‌ভি‌ষেক নায়ার‌কে নিয়োগ দিলো কলকাতা নাইট রাইডার্স

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ১২:৪৭ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

থাইল্যান্ডের কা‌ছে বড় ব‌্যাবধা‌নে হারলো বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক : পারফর‌মেনস দেখা‌তে পার‌লো না বাংলা‌দেশ নারী ফুটবল দল। প্রথমবার এশিয়া কাপের চূড়ান্ত প‌র্বে খেলবে। সেই লক্ষ্যে থাইল্যান্ডে দু’টি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। শুক্রবার অনুষ্ঠিত প্রথম ম্যাচে ০-৩ গোলে হেরেছিল। আজ সোমবার (২৭ অ‌ক্টোবর) দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের ব্যাংককে দ্বিতীয় প্রীতি ম্যাচে ৫-১ গোলে হেরেছে।

প্রথমার্ধ শেষে বাংলাদেশ ১-৩ গোলে পিছিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধে আরো দুই গোল হজম করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ উল্লেখযোগ্য আক্রমণ করতে পারেনি। এই অর্ধে স্বাগতিক থাইল্যান্ড আরো বেশি প্রাধান্য বিস্তার করে খেলে।

৫৪ মিনিটে মেরিসন বক্সের বাইরে থেকে উড়ন্ত শটে গোল করেন। এই গোলটি বাংলাদেশের বেশি উপরে ডিফেন্স করার কারণে। থাইল্যান্ডের গোলরক্ষক লম্বা শট নেন। সেই শট বাংলাদেশের অর্ধে ড্রপ করে ছুটতে থাকে। বাংলাদেশি ডিফেন্ডার থাই ফরোয়ার্ড মেরিসনকে আটকাতে পারেননি। গোলরক্ষক রুপ্না পোস্ট থেকে কিছুটা বেরিয়ে ছিলেন। মেরিসন সেটা বুঝেই বল রুপ্নার মাথার উপর দিয়ে শট নেন।

তিন মিনিট পর আবার বাংলাদেশের ডিফেন্ডাররা থাই ফরোয়ার্ডদের গতিতে পরাস্ত হন। এতে পেছন থেকে ডিফেন্ডার কোহাতি কিসকু অধিনায়ক সাওলাককে ফাউল করলে ভিয়েতনামের রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে জিরাপরান স্কোরলাইন ৫-১ করেন।

প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ড প্রথম মিনিটেই লিড নিয়েছিল। আজকের ম্যাচও দুই মিনিটের মধ্যে গোল পাওয়ার সুযোগ হয়েছিল থাইল্যান্ডের। বা প্রান্ত থেকে ক্রসে বাংলাদেশের ডিফেন্ডাররা পরাস্ত হন। গোলরক্ষক রুপ্না চাকমাও বল গ্রিপে নিতে পারেননি। ফাকা পোস্টেও থাইল্যান্ডের ফরোয়ার্ড বল জালে পাঠাতে পারেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়