স্পোর্টস ডেস্ক : পাঁচটি এক দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। প্রতিপক্ষ আফগানিস্তান যুব দল। দুই দলেরই এটি হবে যুব বিশ্বকাপে অংশ নেয়ার আগে প্রস্তুতি ম্যাচ অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ সফরে পাঁচ ম্যাচের একটি একদিনের সিরিজ খেলবে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী, আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ২০ অক্টোবর ঢাকায় এসে পৌঁছাবে এবং সেদিনই তারা সিরিজের ভেন্যু বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবে।
বাংলাদেশের যুবাদের গুরুত্বপূর্ণ এই সিরিজ দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সিরিজের প্রথম দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। প্রস্তুতির জন্য এক সপ্তাহ সময় পাবে সফরকারীরা। এরপর ২৮ অক্টোবর হবে প্রথম ওয়ানডে এবং দ্বিতীয় ওয়ানডে হবে ৩১ অক্টোবর।
বগুড়ার পর্ব শেষে দুই দল ১ নভেম্বর চলে যাবে রাজশাহী। একদিন অনুশীলনের পর সেখানে ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ওয়ানডে। এরপর ৬ ও ৯ নভেম্বর হবে শেষ দুটি ম্যাচ। সিরিজের শেষ তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে।
পাঁচ ম্যাচের এই ওয়ানডে সিরিজ শেষ করে আফগান যুবারা ১০ নভেম্বর ঢাকা ছেড়ে যাবে।